X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘মা বেঁচে থাকলে গ্র্যান্ডমাস্টার হয়ে যেতাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৮, ২১:৪৭আপডেট : ১৩ মে ২০১৮, ১১:০৬

বাবা-মা’র সঙ্গে তরুণ দাবাড়ু সিয়াম ২০১৩ সালের ১৪ মে তছনছ করে দিয়েছিল ইকরামুল হক সিয়ামের জীবন। সেদিন সকালে সিয়ামকে নাস্তা খাইয়ে দিয়েছিলেন তার মা। সেটাই যে মায়ের মমতার শেষ পরশ হবে, তা বুঝতেও পারেননি তরুণ দাবাড়ু।

নাস্তার পর গাছ থেকে আম পাড়তে দোতলা বাড়ির ছাদে ওঠেন সিয়ামের মা নাছিমা আক্তার। কিন্তু যে রড দিয়ে আম পাড়তে যান, সেটি জড়িয়ে যায় বিদ্যুতের তারে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নাছিমা আক্তার।

অকালে মাকে হারানোর শোক বুকে নিয়ে, প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছেন সিয়াম। মা বেঁচে থাকতে সিয়ামের মুখে খাবার তুলে দিতেন। অথচ এখন তাকে রান্না করতে হয়, ঘরের অন্যান্য কাজ সামলাতে হয়। এসবের ফাঁকেই চলে পড়াশোনা ও দাবার চর্চা।

মায়ের হাত ধরে তার দাবা খেলা শুরু। দাবায় ক্যান্ডিডেট মাস্টার সিয়াম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মা থাকলে এত দিনে আমি গ্র্যান্ডমাস্টার হয়ে যেতাম। তিনি বেঁচে থাকলে তো আমাকে এত দায়িত্ব নিতে হতো না। পড়াশোনা ভালো মতো করতে পারতাম, দাবার শীর্ষ পর্যায়ে পৌঁছানোর স্বপ্নও পূরণ হতো।’

ফাহাদ রহমানের আবির্ভাবের আগে সিয়ামই ছিলেন দেশের দাবা জগতের বিস্ময় বালক। অল্প বয়সেই জাতীয় সাব-জুনিয়র এবং জাতীয় জুনিয়র প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন তিনি। তার ভেতর ভবিষ্যৎ গ্র্যান্ডমাস্টারের ছায়া দেখতে পাচ্ছিলেন অনেকে। কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ওলট-পালট করে দিয়েছে তার জীবন।

সিয়াম আফসোসের সুরে বললেন, ‘আমি তখন নটরডেম কলেজে একাদশ শ্রেণির ছাত্র। পড়াশোনার মতো দাবা চর্চাও চলছিল মসৃণভাবে। মায়ের মৃত্যুর পর সব বদলে যায়, পারিবারিক কাজে অনেক সময় দিতে হয়। নিয়মিত ক্লাসে হাজির হওয়াই কঠিন ছিল। এ কারণে ব্র্যাক ইউনিভার্সিটির স্কলারশিপও বাতিল হয়ে যায়।’

১৬ বছর বয়সে মাকে হারিয়ে অকূল পাথারে পড়া সিয়াম যোগ করেন, ‘এখন আমি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) বিবিএ নিয়ে পড়ছি। আমার সামনে জগতটা ভীষণ কঠিন। অনেক লড়াই করে এগিয়ে চলেছি।’

রবিবার বিশ্ব মা দিবস, আর তার পর দিনই সিয়ামের মায়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী। মায়ের প্রতি তরুণ দাবাড়ুর শ্রদ্ধাঞ্জলি, ‘প্রতিটি মুহূর্তে মাকে মনে পড়ে। দাবার বোর্ড, রান্নাঘর, খাবার টেবিল সবখানে মায়ের শূন্যতা অনুভব করি।’

মায়ের মৃত্যুর পর ছোট ভাই যুবায়ের হক সামিকে নিয়ে চলছে সিয়ামের সংগ্রামী জীবন। এরই মাঝে গ্র্যান্ডমাস্টার হয়ে মায়ের ইচ্ছে পূরণের স্বপ্ন দেখেন তিনি।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট