X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
চার বছর পেরিয়ে বাংলা ট্রিবিউন

বাকী-শাকিলের অলিম্পিক জয়ের স্বপ্ন

তানজীম আহমেদ
১৩ মে ২০১৮, ১৬:০১আপডেট : ১৩ মে ২০১৮, ২০:৪৬

শাকিল আহমেদ ও আব্দুল্লাহ হেল বাকী (ডানে) বাংলাদেশের ক্রীড়া-ইতিহাসে এক স্মরণীয় বছর ১৯৯০। সে বছর কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতে সবাইকে চমকে দিয়েছিলেন আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি। আন্তর্জাতিক শুটিংয়ে সাফল্যের পথে যাত্রা তখনই। আতিক-নিনির যোগ্য উত্তরসূরী আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত এবারের কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জিতেছেন দুজনে। এখন তাদের চোখ ২০২০ টোকিও অলিম্পিকের দিকে। খেলাধুলার সেরা আসরে বাংলাদেশকে পদক উপহার দেওয়ার স্বপ্নে বিভোর দুজনে।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে শুটিং থেকে বাংলাদেশের প্রাপ্তি কম নয়। আতিক-নিনির পথ ধরে ২০০২ কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন আসিফ হোসেন। বাকী-শাকিল অবশ্য গোল্ড কোস্ট থেকে ‘গোল্ড’ নিয়ে আসতে পারেননি। কিন্তু এয়ার রাইফেল ও পিস্তল ইভেন্টে দুজনের রৌপ্যপদকও কম আনন্দ দেয়নি দেশের মানুষকে।  

চার বছর আগে গ্লাসগো কমনওয়েলথ গেমসেও রুপা পেয়েছিলেন বাকী। তবে এবার তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গেমস শুরু হওয়ার ঠিক আগে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাকীর নাম ওঠে। অন্যদিকে শাকিল অন্য একটি ইভেন্টে অংশ নিয়ে হতাশ করেছিলেন দলকে।  তখন কে ভেবেছিল, দুজনেই রুপা জিতে পদক তালিকায় নাম ওঠাবেন বাংলাদেশের!  

কমনওয়েলথ গেমসে সাফল্যের পর এখন তাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন। অলিম্পিকে কোনও বাংলাদেশির পদক জয়ের স্বপ্ন তো আকাশ ছোঁয়ার মতোই। বাকী-শাকিল আত্মবিশ্বাসী, ওয়াইল্ড কার্ড নয়, নিজের যোগ্যতায় টোকিও অলিম্পিকে অংশ নিয়ে ‘কিছু একটা’ এনে দেবেন দেশকে।

সেই ‘কিছু একটা’ কি কোনও পদকও? বাকীর কণ্ঠে আশাবাদের সুর, ‘আমি টানা দুটি কমনওয়েলথ গেমসে পদক জিতেছি। এ ধরনের প্রতিযোগিতায় এমন পারফরম্যান্স ধরে রাখা বেশ কঠিন। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে। আমার সামনে এখন আরও কঠিন স্বপ্ন। অলিম্পিকে কিছু একটা করে দেখাতে চাই। সরাসরি খেলার সুযোগ পেয়ে পদক জয়ের স্বপ্ন দেখি টোকিওতে। বর্তমান পারফরম্যান্স ধরে রাখতে পারলে সেটা অসম্ভব বলেও মনে করি না। আমি চাই দেশের মানুষকে আবারও আনন্দের সাগরে ভাসাতে।’

বাকীর মতো শাকিলও সোনালী অধ্যায় রচনা করতে চান অলিম্পিকে, ‘গোল্ড কোস্টে যে স্কোর করেছি তা অলিম্পিকে লড়াই করার মতো। অলিম্পিকের আগে একাধিক প্রতিযোগিতায় কোটা প্লেস অর্জন করতে পারলে সেরা সাফল্যের পথে কয়েক ধাপ এগিয়ে যাবো। আগামী দুই বছর ঠিকমতো অনুশীলন করতে পারলে বলা যায় না, অসম্ভবও সম্ভব হতে পারে।’

দুজনকে নিয়ে স্বপ্নের জাল বুনছে শুটিং ফেডারেশনও। ইউরোপ থেকে দুজন ‘হাইপ্রোফাইল’ কোচ নিয়ে এসেছে তারা। বাকী-শাকিল বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ করতে পারবেন তো!

ছবি: মাইনুর ইসলাম মানিক

/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা