X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৮, ২০:১৬আপডেট : ১৪ মে ২০১৮, ২০:৩৪

দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ তে হোয়াইটওয়াশের লজ্জা পেল বাংলাদেশের মেয়েরা। সোমবার ব্লুমফন্টেইনে পঞ্চম ও শেষ ম্যাচে তারা স্বাগতিকদের কাছে হেরেছে ৬ উইকেটে।

১০৬ রানে হেরে সিরিজ শুরু করেছিল রুমানা আহমেদরা। সর্বনিম্ন রানের লজ্জা নিয়ে পরের দুটি ম্যাচ হারে ৯ উইকেটে। চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশের হার ছিল ১৫৪ রানের।

গত তিন ম্যাচে ৮৯, ৭১ ও ৭৬ রান করা বাংলাদেশ শেষ করেছে সিরিজে নিজেদের সর্বোচ্চ রান করে। অবশ্য আহামরি কোনও স্কোর নয়। আরেকটি ব্যাটিং বিপর্যয়ের দিনে হাফসেঞ্চুরি করে শামিমা সুলতানা ও রুমানা দলকে এনে দিয়েছেন ১৬৬ রান। পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেট হারায় সফরকারীরা। সিরিজে এই প্রথম অলআউট হলো না তারা।

টস হেরে ব্যাট করতে নেমে ২৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর শামিমা ও রুমানার ৮৫ রানের জুটি। ৯১ বলে দ্বিতীয় সেরা ৫৩ রানে শামিমা আউট হলে নিগার সুলতানাকে নিয়ে ৪৮ রানের আরেকটি ভরসা জাগানো জুটি গড়েন বাংলাদেশের অধিনায়ক। ১২৩ বলে ৭৪ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন রুমানা। নিগার করেন ১২ রান।

বাংলাদেশের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। শাবনিম ইসমাইল তিনটি ও মারিজানে ক্যাপ দুটি উইকেট নিয়ে সফরকারীদের ঘুরে দাঁড়াতে দেননি।

খাদিজা তুল কুবরার ডানহাতি অফস্পিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে জোড়া আঘাত হানে বাংলাদেশ। ১৭তম ওভারে তিন বলে দুটি উইকেট তুলে নেন এই অফস্পিনার। লিজেল্লে লি (৪৪) ও তৃষা ছেত্তি খালি হাতে বিদায় নেন।

লরা উলভারডৎ ও অধিনায়ক ডেন ভ্যান নিকার্কের ৫৯ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেয় স্বাগতিকরা। নিকার্ক ২৯ রানে আউট হলেও উলভারডৎ ৭০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৩৫ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের খাদিজা ৩ উইকেট নিয়ে সফল বোলার।

১৭, ১৯ ও ২০ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া