X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ইকার্দিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দল

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৮, ২৩:২৩আপডেট : ১৫ মে ২০১৮, ০০:৪০

মাউরো ইকার্দি ২০১৩ সালে অভিষেকের পর থেকে কেবল চার ম্যাচ আর্জেন্টিনার জার্সি পরেছেন মাউরো ইকার্দি। এবারের বিশ্বকাপেও তাকে নিয়ে শঙ্কা ছিল। কিন্তু তাকে উপেক্ষা করেননি হোর্হে সাম্পাওলি। বিশ্বকাপের ৩৫ জনের প্রাথমিক দলে ইকার্দিকে জায়গা করে দিয়েছেন কোচ।

ইকার্দির সঙ্গে দলে থাকবেন সিরি ‘এ’ আরেক তারকা পাউলো দিবালা। ইনজুরিতে আক্রান্তহ সের্হিয়ো আগুয়েরোকেও পরিকল্পনায় রেখেছেন সাম্পাওলি। বলা বাহুল্য, লিওনল মেসির নেতৃত্বে এবার বিশ্বকাপ খেলবে গতবারের ফাইনালিস্টরা।

ইতালির শীর্ষ লিগের এই মৌসুমে ২৮ গোল করেছেন ইকার্দি। তবে ২৩ জনের চূড়ান্ত দলে তার থাকা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে। আগামী ২১ মে আর্জেন্টিনার এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে চূড়ান্ত দল ঘোষণা করবেন সাম্পাওলি।

গত মার্চের প্রীতি ম্যাচে উপেক্ষিত হওয়ায় বিশ্বকাপ দলে ইকার্দি ও দিবালার সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে তাদের আশাবাদী করে তুলেছেন কোচ।

প্রিমিয়ার লিগের এই মৌসুমে হাঁটুর চোটে ম্যানসিটির শেষ ৬ ম্যাচ খেলেননি আগুয়েরো। তবে টুর্নামেন্টের আগে তাকে পুরোপুরি ফিট দেখার প্রত্যাশা সাম্পাওলির।

জেনিত মিডফিল্ডার মাতিয়াস ক্রানেভিত্তের ও অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড আনহেল কোরেয়ার জায়গা হয়নি প্রাথমিক দলে। কার্লোস তেভেজ পাননি জায়গা করে নিতে। তার ক্লাব বোকা জুনিয়র্সের সতীর্থ ক্রিস্টিয়ান পাভোন ও পাবলো পেরেজ ডাক পেয়েছেন। আর্জেন্টিনার সুপার লিগের পাঁচ খেলোয়াড়কে রেখেছেন সাম্পাওলি।

রিভার প্লেট গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি এবং রেসিংয়ের লাউতারো মার্টিনেজ ও রিকার্ডো সেঞ্চুরিয়ন আছেন দলে। আরমানি ও সেঞ্চুরিয়নের মতো আরেক নবাগত খেলোয়াড় রদ্রিগো বাত্তাগলিয়া।

আগামী ১৪ জুন ‘ডি’ গ্রুপে আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে। এরপর নকআউট পর্বে যেতে লড়বে ক্রোয়েশিয়া ও নাইজেরিয়াকে।

আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দল:

গোলরক্ষক- সার্জিও রোমেরো, নাহুয়েল গুজমান, উইলি কাবায়েরো ও ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার- গ্যাব্রিয়েল মেরকাদো, নিকোলাস ওতামেন্দি, ফেদেরিকো ফাজিও, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস রোহো, মার্কোস আকুনা, রামিরো ফুনেস মোরি, ক্রিস্টিয়ান আনসালদি, এদুয়ার্দো সালভিও ও জার্মান পেজ্জেয়া।

মিডফিল্ডার- হাভিয়ের মাসচেরানো, আনহেল দি মারিয়া, এভার বানেগা, লুকাস বিগলিয়া, মানুয়েল লানজিনি, জিও লু চেলসো, রিকার্ডো সেঞ্চুরিয়ন, গুইদো পিজারো, লিয়ান্দ্রো পারেডেস, ম্যাক্সিমিলিয়ানো মেজা, এনজো পেরেজ, পাবলো পেরেজ ও রদ্রিগো বাত্তাগলিয়া।

ফরোয়ার্ড- লিওনেল মেসি, সের্হিয়ো আগুয়েরো, গনসালো হিগুয়েইন, পাউলো দিবালা, মাউরো ইকার্দি, ক্রিস্টিয়ান পাভন, লাউতারো মার্টিনেজ ও দিয়েগো পেরোত্তি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫