X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিসিবির পরামর্শক হিসেবে আসছেন কারস্টেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ১৮:৩৫আপডেট : ১৫ মে ২০১৮, ১৮:৪৪

 

গ্যারি কারস্টেন গত অক্টোবরে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান চন্ডিকা হাথুরুসিংহে। প্রায় সাত মাস কেটে গেলেও এখনও নতুন কোচ খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল, গ্যারি কারস্টেন হতে পারেন বাংলাদেশের পরবর্তী কোচ। সেই গুঞ্জন মিলিয়ে যেতে সময় লাগেনি। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার বাংলাদেশে আসছেন ঠিকই। এবার তার ভূমিকা বিসিবির পরামর্শকের।

আগামী সপ্তাহে ঢাকায় আসতে পারেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী কোচ। বিসিবিকে নতুন কোচ নির্বাচনে পরামর্শ দেবেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন কারস্টেন।  

কারস্টেন এখন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন। আট দলের আইপিএলে সপ্তম স্থানে থাকা বেঙ্গালুরুর কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা ক্ষীণ। লিগ পর্বে বিরাট কোহলির দলের শেষ ম্যাচ ১৯ মে।  তারপরই কারস্টেনের ঢাকায় আসার কথা। 

সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে গর্ডন গ্রিনিজের সম্মাননা অনুষ্ঠানে এই তথ্য জানিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘সব কিছু নির্ভর করছে আইপিএলের ওপরে। বেঙ্গালুরু লিগ পর্ব থেকে বাদ পড়লে ২০-২২ তারিখের মধ্যে কারস্টেনের চলে আসার কথা। নইলে তার আসা দুই-একদিন পেছাতে পারে।’

নতুন কোচের বিষয়ে কারস্টেন পরামর্শ দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি নেবে বলে জানিয়েছেন নাজমুল হাসান, ‘কারস্টেন কোচ ফাইনাল করবেন না, শুধু নামের প্রস্তাব করতে পারবেন।  তার কাছে একটা লিস্ট রয়েছে, আমাদেরও একটা লিস্ট আছে। দুই লিস্ট মিলিয়ে আমাদের কাছে প্রেজেন্টশন দেবেন তিনি। তারপরই আমরা কোচ ফাইনাল করবো। কারস্টেন বেশ কিছু বিষয় পর্যবেক্ষণ করেছেন। বাংলাদেশের কোচ কেমন হলে ভালো হয়, সে বিষয়ে এরই মধ্যে তিনি চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন।’

হাথুরুসিংহে বিদায়ের পর প্রায় সাত মাস কেটে গেলেও কেন এখনও কোচ চূড়ান্ত করা হয়নি প্রশ্নে বিসিবি সভাপতির উত্তর, ‘সবচেয়ে বড় সমস্যা, আমাদের লিস্টে থাকা বেশির ভাগ কোচই পূর্ণ মেয়াদে দায়িত্ব নিতে রাজি নন। আমরা তিন জনের একটা শর্ট লিস্ট করেছি। তবে এই মুহূর্তে তাদের নাম বলা যাবে না। শুধু এটুকু বলতে পারি, তারা এখন নিজেদের দলের দায়িত্ব পালন করছেন।’

আগামী মাসে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর। ক্যারিবিয়ান সফরের আগেই নতুন কোচ পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি প্রধান, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কোচ চূড়ান্ত হয়ে যাওয়া উচিত। অবশ্য শতভাগ নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। একজনকে তো আমরা ফাইনাল করেই ফেলেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে তিনি জানান পারিবারিক কারণে আসা সম্ভব নয়।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ