X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সংসদ নির্বাচনের পর হবে বিপিএল?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৮, ১৯:৪৫আপডেট : ১৬ মে ২০১৮, ১৯:৫১

সংসদ নির্বাচনের পর হবে বিপিএল? বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হওয়ার কথা অক্টোবরের প্রথম সপ্তাহে। গত মাসে এ কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। কিন্তু এখন শোনা যাচ্ছে, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের পর হতে পারে বিপিএল। আর তা হলে এ বছর এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট না হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচনের ঠিক আগে নিরাপত্তাজনিত কারণে টুর্নামেন্ট পিছিয়ে দিতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বুধবার এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নির্বাচনের আগে এত বড়  টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন। এক সঙ্গে এত দলকে নিরাপত্তা দেওয়া, তিনটি ভেন্যুর তদারকি করা কঠিন কাজ। এখন শুধু এটুকু বলতে পারি, নির্বাচনের আগে দলগুলোর নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলেই যথাসময়ে মাঠে গড়াবে বিপিএল। নইলে জানুয়ারিতে শুরু হবে।’

বিপিএলের মতো বড় টুর্নামেন্টে নিরাপত্তার দিকে একটু বেশিই নজর দিতে হয় গভর্নিং কাউন্সিলকে। বিশেষ করে অনেক বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের মতো নিরাপত্তা দিতে হয় এই টুর্নামেন্টে। এছাড়া  বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিক সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকতে পারেন। নির্বাচনের আগে তাদের পক্ষে বিপিএলের জন্য সময় দেওয়া বেশ কঠিন।

বিসিবি সূত্রে জানা গেছে, এসব কারণে বিপিএল পেছানো নিয়ে আলোচনা চলছে। তবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বিপিএল টেকনিক্যাল কমিটির সদস্য ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘বিপিএল পেছানো নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  নির্বাচনের আগে নিরাপত্তার বিষয়টি আছে। এদিকে জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। তাই আমাদের অনেক কিছু নিয়ে চিন্তা-ভাবনা করতে হচ্ছে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা