X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গ্রিনিজের সঙ্গে মাশরাফিদের স্মরণীয় দিন

রবিউল ইসলাম
১৬ মে ২০১৮, ২১:৪৭আপডেট : ১৬ মে ২০১৮, ২১:৫০

ক্রিকেটারদের সঙ্গে গর্ডন গ্রিনিজ। ছবি-বিসিবি মাশরাফি যখন গর্ডন গ্রিনিজের হাতে জার্সি তুলে দিচ্ছিলেন, পেছন থেকে মুশফিক উচ্চস্বরে বললেন, ‘কী ভাই, অভিষেক জার্সি তুলে দিচ্ছেন নাকি?’ চারপাশে ক্রিকেটারদের মধ্যে হাসির রোল উঠলো। গ্রিনিজ কিছু বুঝলেন কিনা কে জানে! তবে তিনিও হেসে সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন। ঠিক এমন হাসি- আনন্দেই মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের সাবেক কোচকে স্বাগত জানালেন ক্রিকেটাররা।

ক্যারিবীয় গ্রেট গ্রিনিজের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের পথে যাত্রা। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয় এবং দুই বছর পর বিশ্বকাপে পাকিস্তান-বধ তার কোচিংয়েই। তবে তিনি যখন ছিলেন, তখন বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো তেমন ভালো ছিল না। তখনও ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের অধিকার পায়নি বিসিবি।

মাঠের পারফরম্যান্সের মতো ক্রিকেট অবকাঠামোরও অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের। কতটা উন্নতি, তা স্বচক্ষে দেখলেন গ্রিনিজ। বুধবার মিরপুরে এসে প্রশাসনিক ভবন, ড্রেসিংরুম, গ্যালারি, মাঠ, একাডেমি ভবন, একাডেমি মাঠ, জিমনেসিয়াম ঘুরে দেখেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার।

গ্রিনিজকে জার্সি উপহার দিচ্ছেন মাশরাফি। ছবি-বিসিবি স্টেডিয়ামের গেটে গ্রিনিজকে স্বাগত জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এবং পরিচালক এনায়েত হোসেন সিরাজ। তাদের সঙ্গে ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। প্রথমে প্রধান নির্বাহীর কক্ষে কিছুক্ষণ সময় কাটান গ্রিনিজ। এসময় তার হাতে একটি স্মারক তুলে দেন নিজামউদ্দিন চৌধুরী।

অনুশীলন শেষ হওয়ার পর একাডেমি মাঠে গ্রিনিজের জন্য অপেক্ষা করছিলেন মাশরাফি-মুশফিক-তামিমরা। প্রথমেই টাইগারদের পক্ষ থেকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর জাতীয় দলের ক্রিকেটারদের সই করা ক্যাপ ও জার্সি উপহার দেওয়া হয় ১৯৯৯ বিশ্বকাপের কোচকে। ক্যাপ হাতে তুলে দিয়েছেন মুশফিক, আর জার্সি মাশরাফি।

ক্যাপ উপহার দিতে পেরে দারুণ খুশি মুশফিক। ছবি-বিসিবি ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটিয়েছেন গ্রিনিজ, উৎসাহ দিয়েছেন তাদের। প্রশ্ন করেছেন, ‘তোমাদের পরবর্তী খেলা কোথায়?’ মাহমুদউল্লাহর কাছ থেকে ভারতে আফগানিস্তান সিরিজ  এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা শুনে শুভকামনার পাশাপাশি পরামর্শও দিয়েছেন গ্রিনিজ, ‘ভারত আর ওয়েস্ট ইন্ডিজ যেখানেই খেলো, তোমাদের জন্য আমার শুভ কামনা রইলো। ভালো ক্রিকেটার হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ক্রিকেটের প্রতি মনোযোগ। ব্যাটসম্যানরা দীর্ঘ সময় ব্যাটিং করার চেষ্টা করবে, বোলার লাইন-লেন্থ নিয়ন্ত্রণ করে বল করবে। আসল কথা হলো ক্রিকেটের প্রতি ফোকাস। এটা খুবই জরুরি। কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই।’

গ্রিনিজের মতো ক্রিকেট-মহীরুহকে কাছে পেয়ে মেহেদী হাসান মিরাজ রোমাঞ্চিত। জাতীয় দলের তরুণ অলরাউন্ডারের কথা, ‘উনি যখন বাংলাদেশ দলের কোচ ছিলেন, তখন আমি অনেক ছোট। উনার অনেক গল্প শুনেছি। আজকে তিনি আমাদের অনেক পরামর্শ দিয়েছেন। ক্রিকেটে মনোযোগ দেওয়ার কথা বার বার বলেছেন। উনার মতো একজন ক্রিকেটারের পরামর্শ পেয়ে খুব ভালো লাগছে।’

গ্রিনিজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মাহমুদউল্লাহ। ছবি-বিসিবি মিরপুরে ক্রিকেটারদের সঙ্গে কাটিয়ে গ্রিনিজও অভিভূত। স্টেডিয়াম থেকে যাওয়ার আগে তিনি বললেন, ‘আবার আসবো বাংলাদেশে। এখানেও (হোম অব ক্রিকেট) আসবো। বাংলাদেশ তো আমার নিজের দেশই।’

ভুল বলেননি গর্ডন গ্রিনিজ। তিনি তো বাংলাদেশের ‘নাগরিক’। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি এনে দেওয়ার পর তাকে বাংলাদেশের সবুজ পাসপোর্ট দিয়ে সম্মান জানিয়েছিল তৎকালীন সরকার। এবার বাংলাদেশ ছাড়ার আগে সেই পাসপোর্ট নবায়ন করে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি