X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আফগান সিরিজে থাকার লড়াইয়ে মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৮, ২৩:৪২আপডেট : ১৭ মে ২০১৮, ০০:০৭

আফগান সিরিজে থাকার লড়াইয়ে মিরাজ নিদাহাস ট্রফি থেকে ফিরে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সামনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, ভারতে হতে যাওয়া এই সিরিজে দলে থাকার লড়াইয়ে এখন সেরে ওঠার কাজ করছেন বাংলাদেশি অলরাউন্ডার।

ঢাকা প্রিমিয়ার লিগে খেললেও বিসিএলের ম্যাচ খেলতে পারেননি মিরাজ। বল করতে পারলেও ফিল্ডিংয়ে সমস্যা হচ্ছিলো তার। আগের এই সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। থ্রো করতে এখনও কিছুটা সমস্যা থাকলেও মিরাজের আশা, শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই অলরাউন্ডার বলেছেন, ‘বল থ্রো করছি, তবে এখনও আমি শতভাগ জোর দিতে পারছি না। ব্যালেন্স আনার চেষ্টা করছি। বোলিংয়ে যে সমস্যা ছিল, তা এখন আর নেই। আশা করি দ্রুতই নিজেকে ফিরে পাবো।’

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে থাকার ব্যাপারে তাই আশাবাদী মিরাজ, ‘ইনজুরি নিয়ে যে ভয় পাচ্ছিলাম, তা আর নেই। সার্জারি লাগবে কিনা, ভয় পাচ্ছিলাম। আশা করি লাগবে না। চেষ্টা করছি শতভাগ ফিট হতে। আশা করি সঠিক সময়েই সুস্থ হয়ে যাব। পুরোপুরি ফিট হলে নির্বাচকরা হয়তো বিবেচনা করবেন।’

মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব-উর-রহমান- আফগানিস্তানের স্পিন ত্রয়ীর সামনে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশের স্পিন আক্রমণে সাকিব আল হাসান ও মিরাজ ছাড়াও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। আফগানদের সঙ্গে বাংলাদেশের স্পিন পার্থক্য করতে গিয়ে মিরাজ বলেছেন, ‘আফগানিস্তানের দুজন স্পিনার ভালো। আমাদেরও অভিজ্ঞতা আছে। সাকিব ভাই আছেন, রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইও প্রয়োজনে ভালো বোলিং করেন। সব মিলিয়ে অভিজ্ঞতায় আমরাই এগিয়ে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা