X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০১৮, ০০:৪৯আপডেট : ১৭ মে ২০১৮, ০০:৪৯

ঝড়ো হাফসেঞ্চুরি করেছেন কিয়েরন পোলার্ড বৃথা গেল লোকেশ রাহুলের আরেকটি সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস। ৬০ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেও যে দলকে জেতাতে পারেননি এই ওপেনার। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে উত্তেজনাকর ম্যাচটি কিংস ইলেভেন পাঞ্জাব হেরেছে ৩ রানে।

এই জয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো মোস্তাফিজুর রহমানের মুম্বাই। বাকি থাকা এক ম্যাচ আগে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। এখন শেষ ম্যাচে ঠিক হবে তাদের প্লে অফে খেলার ভাগ্য। তাদের সমান ১৩ ম্যাচে পাঞ্জাবের ১২ পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় নেমে গেছে ছয়ে।

এই ম্যাচেও মুম্বাইয়ের একাদশে সুযোগ হয়নি মোস্তাফিজের। তবে দলে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন  কিয়েরন পোলার্ড। তার ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মুম্বাই স্কোরে জমা করে ১৮৬ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাব ৫ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৮৩ রান।

লম্বা বিরতি দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে জায়গা পেয়েছেন কিয়েরন পোলার্ড। সুযোগ পেয়েই দেখিয়ে দিলেন তার প্রয়োজনীয়তা। ক্যারিবিয়ান এই হার্ডহিটার ব্যাটসম্যানের ঝড়েই বড় সংগ্রহ দাঁড় করায় মুম্বাই। তার ২৩ বলে ৫০ রানের ইনিংসের ওপর ভর করেই রোহিত শর্মারা স্কোরে জমা করে ১৮৬ রান। ঝড়ো ইনিংসটি পোলার্ড সাজান ৫ চার ও ৩ ছক্কায়।

টস হেরে ব্যাটিং নেমে মুম্বাই শুরুতে এভিন লুইসের (৯) উইকেট হারালেও সুর্যকুমার যাদব ও ঈশান কিশানের ব্যাটে ঘুরে দাঁড়ায়। সূর্যকুমার ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ২৭ রান। আর কিষান আউট হওয়ার আগে ১২ বলে ১ চার ও ২ ছক্কায় খেলেন ২০ রানের ইনিংস।

সুবিধা করতে পারেননি অবশ্য অধিনায়ক রোহিত, মাত্র ৬ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তবে হার্দিক পান্ডিয়া ও পোলার্ডের কার্যকরী ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পায় মুম্বাই। পান্ডিয়া ২৩ বলে ১ চার ও ২ ছক্কায় করে যান ৩২ রান। আর পোলার্ড ঝড়ো হাফসেঞ্চুরি করলে লড়াই করার মতো পুঁজি পায় মুম্বাই।

পাঞ্জাবের জার্সিতে দুর্দান্ত বল করেছেন অ্যান্ড্রু টাই। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে পেয়েছেন তিনি ৪ উইকেট। অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন ১৮ রান খরচায় নেন ২ উইকেট।

১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্রিস গেইল ১১ বলে ১৮ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। পাঞ্জাবের আরেক ওপেনার লোকেশ ওয়ান ডাউনে নামা অ্যারন ফিঞ্চকে নিয়ে তৈরি করেন জয়ের ভিত। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ১১১ রান। ৩৫ বলে ৪৬ রান করে ফিঞ্চ আউট হলেও পাঞ্জাবের আশা বাঁচিয়ে রাখেন লোকেশ।

মুম্বাই বোলারদের ওপর টর্নেডো বইয়ে দলকে জয়ের দিকে নিয়ে যান তিনি। কিন্তু শেষ করতে পারেননি। ৬০ বলে ৯৪ রান করে আউট হয়ে যান এই ওপেনার। বিধ্বংসী ইনিংসটি লোকেশ সাজান ১০ চার ও ৩ ছক্কায়। এরপর অক্ষর প্যাটেল (১০*) চেষ্টা করলেও হার আর এড়াতে পারেননি।

মুম্বাইয়ের সফল বোলার জসপ্রিৎ বুমরাহ মাত্র ১৫ রান খরচায় পান ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন মিচেল ম্যাকক্লেনাগন। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা