X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গ্রিয়েজমানের জোড়ায় ইউরোপা লিগ অ্যাতলেতিকোর

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০১৮, ০২:৩৯আপডেট : ১৭ মে ২০১৮, ০৩:২৬

অ্যাতলেতিকো মাদ্রিদের শিরোপা উদযাপন আন্তোয়ান গ্রিয়েজমানের জোড়া লক্ষ্যভেদে ইউরোপা লিগের শিরোপা জিতেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। লিওঁর ফাইনালে অলিম্পিক মার্শেইকে ৩-০ গোলে হারিয়ে ২০১২ সালের পর ইউরোপিয়ান প্রতিযোগিতাটির শিরোপা আবারও ঘরে তুললো মাদ্রিদের ক্লাবটি।

বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনটা গত কয়েকদিন খুব বেশি শোনা যাচ্ছে গ্রিয়েজমানের। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ইউরোপা লিগ দিয়েই অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সিতে শেষ ফাইনাল খেলতে নামবেন ফরাসি ফরোয়ার্ড। সে কারণেই কি শিরোপা জিততে এতটা মুখিয়ে ছিলেন তিনি? উৎসুক মানুষের মনে এই প্রশ্ন উদয় হলেও গ্রিয়েজমানের তাতে কান দেওয়ার সময় কোথায়! তিনি এখনও কতটা অ্যাতলেতিকোর, তার প্রমাণ খুব ভালোভাবেই পাওয়া গেয়ে লিওঁর ফাইনালে।

জয়ের নায়ক গ্রিয়েজমান করেছেন জোড়া গোল তার দুর্দান্ত পারফরম্যান্সেই ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শিরোপা জিতেছে মাদ্রিদের ক্লাবটি। ২১ মিনিটে প্রথমবার লক্ষ্যভেদ করে অ্যাতলেতিকোকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করেন গ্রিয়েজমান। আর শেষ বাঁশি বাজার আগে গাবির লক্ষ্যভেদে বড় জয়ে শিরোপা নিশ্চিত হয় মাদ্রিদের ক্লাবটির।

শুরুটা মন্দ ছিল না মার্শেইয়ের। বল পজেশন ধরে রেখে অ্যাতলেতিকোকে সুবিধা করতে দেয়নি খুব একটা। তবে ২১ মিনিটে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারে তারা! গোলরক্ষকের কাছ থেকে পাওয়া বল জামবো আঁগুইসা ঠিকমতো নিয়ন্ত্রণ নিতে না পারলে চলে আসে গাবির কাছে। অ্যাতলেতিকো অধিনায়কের বাড়ানো পাস ২১তম মিনিটে ফাঁকা রক্ষণের সুবিধা কাজে লাগিয়ে ঠাণ্ডা মাথায় গ্রিয়েজমান বল জড়িয়ে দেন জালে।

এগিয়ে যাওয়ার পর আক্রমণে গতি বাড়ে অ্যাতলেতিকোর। যদিও ১-০ গোলে এগিয়ে থাকার স্বস্তি নিয়েই শেষ করতে হয় প্রথমার্ধ। বিরতি থেকে ঘুরে আসার পর আক্রমণে কোনও ছেদ পড়েনি মাদ্রিদের ক্লাবটির। ফলও পেয়ে যায় দ্রুত, ৪৯ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন গ্রিয়েজমান। কোকের পাস ধরে বক্সের ভেতর থেকে চমৎকার চিপে নিজের সঙ্গে দলের দ্বিতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।

প্রথম গোলের পর অ্যাতলেতিকো মাদ্রিদের উল্লাস ওই ব্যবধান রেখেই খেলা শেষ করতে যাচ্ছিল অ্যাতলেতিকো। শিরোপার উৎসবও শুরু হয়ে গিয়েছিল গ্যালারিতে উপস্থিত সমর্থকদের মধ্যে। সেটা আরও রঙিন করেন গাবি। ৮৯ মিনিটে মার্শেইয়ের কফিনে শেষ পেরেক মেরে শিরোপা উৎসবটা আরও জমকালো করেন অ্যাতলেতিকো অধিনায়ক।

এবার দিয়ে ইউরোপা লিগের তৃতীয় শিরোপা জিতলো লা লিগার ক্লাবটি। এর আগে ২০১০ ও ২০১২ সালে তারা জিতেছিল ইউরোপিয়ান প্রতিযোগিতাটির শিরোপা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা