X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মেসির সঙ্গে একই ক্লাবে খেলার আশা আর নেই আগুয়েরোর

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৮, ১৭:৫৫আপডেট : ১৮ মে ২০১৮, ১৭:৫৮

আর্জেন্টিনার অনুশীলনে মেসি ও আগুয়েরো (ফাইল ছবি) লিওনেল মেসি ও সের্হিয়ো আগুয়েরো খুব ভালো বন্ধু। আর্জেন্টিনার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা এই দুই তারকার ক্লাবেও একসঙ্গে খেলার কথা শোনা গিয়েছে অনেকবার। একটা সময় আগুয়েরোও আশাবাদী ছিলেন খুব, তবে সময়ের পালা বদলে মেসির সঙ্গে খেলার স্বপ্ন আর দেখেন না তিনি।

বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আগুয়েরো। আর্জেন্টিনার অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। ফুটবল মহাযজ্ঞের প্রস্তুতির মধ্যেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। মেসির বার্সেলোনা ভবিষ্যৎ নিয়ে তো আলোচনা সবসময়ই চলে।

ম্যানচেস্টার সিটির জার্সিতে এবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন আগুয়েরো। চোটের কারণে অনেকটা সময় বাইরে থাকলেও এই সাফল্যে তার অবদান অনেক। কোচ পেপ গার্দিওলার সঙ্গে সম্পর্কটাও দারুণ। তাই আগুয়েরোর ম্যানসিটি ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এরপরও দলবদলের মৌসুম শুরুর আগে বাতাসে অনেক গুঞ্জনই ওড়াওড়ি করে। আগুয়েরোর বেলাতেও ব্যতিক্রম হচ্ছে না। আর দলবদলের প্রসঙ্গ যখন এসেই যাচ্ছে, তখন মেসির সঙ্গে এক দলে খেলার আলোচনাও উঠছে নতুন করে।

তবে আর্জেন্টাইন টেলিভিশন ‘টিওয়াইসি স্পোর্তস’কে দেওয়া সাক্ষাৎকারে সেই সম্ভাবনা ক্ষীণই দেখছেন ম্যানসিটি ফরোয়ার্ড। আগে ক্লাব ফুটবলে মেসির সঙ্গে খেলার বিষয়টি ভাবলেও এখন আর আশা করেন না তিনি, ‘সত্যি কথা বললে, আগে এটা সম্ভব ছিল। তবে এখন আমাদের দুজনের বয়সই একটা প্রশ্ন।’

তাই মেসিকে যেমন বার্সেলোনায় দেখছেন, তেমনি নিজেকে ম্যানসিটিতে দেখছেন আগুয়েরো, ‘ও বার্সেলোনাতেই থাকবে, যেখানে সে এখন খেলছে। আমিও সিটিতেই থাকব।’

আর্জেন্টিনার ক্যাম্পে প্রতিদিন দুই সেশনে অনুশীলন করছেন সাবেক অ্যাতলেতিকো মাদ্রিদ তারকা। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকায় ঘাম ঝরাতে হচ্ছে বেশি। মার্চে হাঁটুতে চোট পাওয়ার পর অস্ত্রোপচারও করতে হয়েছিল তার। ফিটনেস ফিরে পেয়ে বিশ্বকাপে খেলার লক্ষ্য এখন, ‘আমি যদি আমার কাজ ঠিকঠাক না করি, তাহলে বিশ্বকাপ খেলতে পারব না। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথমবার কোনও রকম ব্যথা ছাড়া আমি আমার বাঁ হাঁটু ঠিকঠাক নড়াচড়া করতে পারছি।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?