X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফুটবলের প্রাথমিক দলে চমক নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৮, ১৭:০৭আপডেট : ১৯ মে ২০১৮, ১৭:৫২

বিকেএসপিতে জাতীয় দলের অনুশীলন। ফাইল ছবি গত ২৭ মার্চ লাওসের মাঠে প্রীতি ম্যাচের পর দেশে ফেরেননি জাতীয় দলের সাবেক কোচ অ্যান্ড্রু ওর্ড। তবে বাংলাদেশের ফুটবল ওর্ডের দেখানো পথেই হাঁটতে আগ্রহী। এ বছর এশিয়ান গেমস ও সাফ ফুটবলের মতো দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেবে লাল-সবুজের দল। শনিবার দুটো টুর্নামেন্টকে সামনে রেখে ঘোষিত ৪১ জনের প্রাথমিক দল ওর্ডের নির্বাচন করা দলেরই প্রতিচ্ছবি। নতুন মুখ শুধু একজন—মিডফিল্ডার রবিউল হাসান।

এই ৪১ জনকে নিয়ে ২৬ মে থেকে বিকেএসপিতে শুরু হবে আবাসিক ক্যাম্প।  স্থানীয় তিনজন কোচের অধীনে শুরু হলেও জুনের প্রথম সপ্তাহে ক্যাম্পের দায়িত্ব নেবেন জাতীয় দলের নতুন ব্রিটিশ কোচ জেমি ডে।

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ আরও জানিয়েছেন, ‘প্রাথমিক দলে আপাতত ৪১ জনকে রাখা হলেও পরে আরও কয়েকজন যোগ দেবে তাদের সঙ্গে। সহকারী, ফিটনেস ও গোলকিপিং কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে। আশা করি, ৭ থেকে ১০ দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে।’

আগস্টে এশিয়ান গেমসের আগে জাতীয় দলের প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানিয়ে কাজী নাবিল আহমেদের মন্তব্য, ‘আবাসিক ক্যাম্প চালু রেখেই জুলাইয়ের শেষ দিকে অফিসিয়াল ম্যাচ খেলতে পারে জাতীয় দল। তার আগে দু/ তিনটি প্র্যাকটিস ম্যাচও খেলতে পারে।’

৪১ জনের প্রাথমিক দল

গোলকিপার: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, মাহফুজ হাসান প্রীতম, আনিসুর রহমান।

ডিফেন্ডার: তপু বর্মণ, নাসিরউদ্দিন চৌধুরী, ফয়সাল মাহমুদ, মামুন মিয়া, ওয়ালী ফয়সাল, সাদ্দাম হোসেন এ্যানি, আবু সুফিয়ান, উত্তম কুমার বণিক, মোহাম্মদ আল আমিন, মঞ্জুরুর রহমান, আতিকুর রহমান ফাহাদ, নুরুল নাঈম ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, মনসুর আমিন।

মিডফিল্ডার: মামুনুল ইসলাম, ইমন মাহমুদ, জামাল ভূঁইয়া, জুয়েল রানা, ফজলে রাব্বি, মাসুক মিয়া জনি, মোহাম্মদ আব্দুল্লাহ, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রবিউল হাসান, রহমত মিয়া।

ফরোয়ার্ড: মতিন মিয়া, সাদউদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, রুবেল মিয়া, জাফর ইকবাল, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ স্বাধীন, বিপলু আহমেদ, তৌহিদুল আলম সবুজ, নাবিব নেওয়াজ জীবন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?