X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একাডেমি কাপ নিয়ে মাশরাফির উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৮, ১৮:২৩আপডেট : ১৯ মে ২০১৮, ১৮:৪৩

টুর্নামেন্টের অধিনায়কদের সঙ্গে মাশরাফি, সুজন ও রফিক। ছবি-বিসিবি তরুণ প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার লক্ষ্যে ৩২টি দল নিয়ে রবিবার শুরু হচ্ছে একাডেমি কাপ। সিটি ক্লাব মাঠে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে অঙ্কুর ক্রিকেট ক্লাব ও ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বসিত ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শনিবার মিরপুর ক্রিকেট একাডেমিতে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিসিবিকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেছেন, ‘এটা খুব ভালো একটা উদ্যোগ। এমন উদ্যোগ নেওয়ার জন্য বিসিবির ডেভেলপমেন্ট কমিটিকে অনেক ধন্যবাদ। ঢাকার লিগে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্য এটা একটা দারুণ সুযোগ। আশা করি, এই টুর্নামেন্টে ভালো করে বিসিবির অধীনে অন্য প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে তরুণ ক্রিকেটাররা।’

সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিকও এমন আয়োজনে অভিভূত, ‘এমন একটা  টুর্নামেন্ট আয়োজনের জন্য সবার আগে বোর্ডকে ধন্যবাদ জানাই।  এখন ঢাকায় অনেক ক্রিকেট একাডেমি। কিন্তু ছেলেরা বড় টুর্নামেন্টে খেলার তেমন সুযোগ পায় না। আশা করি, এখান থেকে নতুন খেলোয়াড় উঠে আসবে। ‘

বিসিবির ক্রিকেট ডেভেলপমেন্টর চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘নির্বাচক এবং গেম ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা এই টুর্নামেন্ট থেকে অন্তত ২০-২৫ জন তরুণ প্রতিভা খুঁজে বের করবেন। এরপর তাদের অনুশীলনের ব্যবস্থা করা হবে। যে চারটা দল সেমিফাইনালে খেলবে, তাদের বিসিবি থেকে সাহায্য করা হবে। আগামী পাঁচ বছর ২০-২৫টি একাডেমি এই সাহায্য পাবে।’

একাডেমি কাপের প্রথম আসরে প্রত্যেক ম্যাচ হবে ৪০ ওভারের। টুর্নামেন্টের তিনটি ভেন্যু বিকেএসপি, সিটি ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ। ১৫ থেকে ১৮ বছর বয়সী ক্রিকেটাররা অংশ নিতে পারবেন এই টুর্নামেন্টে। তবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) নিবন্ধিত নন এবং ঢাকার কোনও লিগে না খেলা ক্রিকেটাররাই শুধু খেলতে পারবেন।

/আরআই/ এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী