X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজস্থানের কাছে হেরে কোহলিদের বিদায়

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৮, ২০:৪০আপডেট : ১৯ মে ২০১৮, ২১:০৩

ডি ভিলিয়ার্সকে আউট করার পর বিশ্বাসই হচ্ছিল না গোপালের ১৬৪ রান করেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করল রাজস্থান রয়্যালস। ৩০ রানের এই জয়ে বিরাট কোহলির দলকে বিদায় করে প্লে অফে খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল তারা।

আইপিএলে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান ও বেঙ্গালুরু। রাহুল ত্রিপাঠীর ফিফটিতে ৫ উইকেটে ১৬৪ রান করে রাজস্থান। এরপর শ্রেয়াস গোপালের দুর্দান্ত লেগ ব্রেকে বেঙ্গালুরুকে তারা ১৩৪ রানে অলআউট করে ১৯.২ ওভারে।

এই জয়ে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এসেছে রাজস্থান। তবে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য তিন ম্যাচের দিকে। শনিবারের দ্বিতীয় ম্যাচে তাদের চাওয়া থাকবে একটাই- যেন সানরাইজার্স হায়দরাবাদ হারায় কলকাতা নাইট রাইডার্সকে। আর পাঁচ নম্বরে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স যেন আর পয়েন্ট না পায় সেজন্য দিল্লি ডেয়ারডেভিলসের জয়ের প্রার্থণা করতে হবে। তাছাড়া কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের পক্ষে সমর্থন দেবে তারা।

হেরে বিদায় নিলো বেঙ্গালুরু শনিবার প্রথম ম্যাচে মাত্র ২ রানে প্রথম উইকেট হারায় রাজস্থান। তবে ত্রিপাঠী ও আজিঙ্কা রাহানের ৯৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। অবশ্য উমেশ যাদব ১৪তম ওভারে পরপর রাহানে (৩৩) ও সানজু স্যামসনকে (০) বিদায় করে তাদের বিরাট ধাক্কা দেয়। এরপর হেনরিখ ক্লাসেনকে নিয়ে ৪৮ রানের জুটিতে প্রতিরোধ গড়েন ত্রিপাঠী। এই ওপেনার ৫৮ বলে ৫ চার ও ৩ ছয়ে ৮০ রানে অপরাজিত ছিলেন। ক্লাসেন করেন ৩২ রান।

বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন উমেশ।

লক্ষ্যে নেমে দলীয় ২০ রানে কোহলি (৪) আউট হলেও পার্থিব প্যাটেল ও এবি ডি ভিলিয়ার্স সামাল দেন। কিন্তু গোপাল তার টানা তিন ওভারে ৪ উইকেট নিয়ে ভেঙে দেন বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ। প্যাটেল ৩৩ রানে আউট হন, ৩৫ বলে ৫৩ রানে স্টাম্পিং হন ডি ভিলিয়ার্স। এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি বেঙ্গালুরু।

ভালো শুরু এনে দেওয়ার আগেই বোল্ড কোহলি গোপালের স্পিনের সঙ্গে যোগ দেন বেন লাফলিং ও জয়দেব উনারকাট। দুজনে দুটি করে উইকেট নেন। ৫৯ রানে ৯ উইকেট হারায় বেঙ্গালুরু। একই সঙ্গে তারা হারায় প্লে অফ খেলার যোগ্যতাও।

৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন গোপাল। ৬ জয়ের বিপরীতে ৮টি হার নিয়ে এবারের আইপিএল শেষ করল বেঙ্গালুরু। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়