X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

দল নির্বাচনের ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৮, ১৫:১৬আপডেট : ২০ মে ২০১৮, ১৫:২৬

মিরপুরে সংবাদ সম্মেলনে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার। আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার পর তেমন চমক লক্ষ্য করা যায়নি।  নিদাহাস ট্রফিতে খেলা ক্রিকেটারদেরই রেখে দিয়েছেন নির্বাচকরা।  তাসকিন-ইমরুলের বাদ পড়াটা অনুমিতই ছিল। তবে হুট করে মোসাদ্দেকের অন্তর্ভুক্তি জন্ম দিয়েছে আলোচনার।

আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। তাই নতুন কাউকে সুযোগ দিয়ে ঝুঁকি নিতে চাননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। রবিবার মিরপুরে সাংবাদিকদের কাছে এর ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক, ‘প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে র‌্যাংকিংয়েও আমরা অনেকটা পিছিয়ে।  এই কারণে সেরা দল পাঠানোর চিন্তা ভাবনা করেছি। এছাড়া সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরও আছে। নিদাহাস ট্রফির পর টি-টোয়েন্টির দলটা কেমন হওয়া উচিত- আমরা এর একটা ধারণাও পেয়েছি। এর ফলে খুব বেশি পরিবর্তনে যাইনি।’

২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।  গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির পর চোখের ইনজুরিতে পড়ে অনিয়মিত হন। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেললেও সুযোগ হয়নি অন্য ফরম্যাটে।  তবে ইনজুরি কাটিয়ে কিছুটা হলেও ফর্মে ফেরার চেষ্টা করেছেন। তাই মোসাদ্দেকের ওপর আফগানিস্তান সিরিজে ভরসা রেখেছেন নির্বাচকরা।  যদিও মেহেদী হাসান পুরোপুরি ফিট নন বলেই সুযোগ পেয়েছেন মোসাদ্দেক।  সংবাদ সম্মেলনে তেমন কথা জানিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘অলরাউন্ডারের চিন্তা থেকেই মোসাদ্দেককে সুযোগ দেওয়া হয়েছে। কারণ মিরাজের ফিটনেস নিয়ে কিছুটা সংশয় আছে। এখন পর্যন্ত মিরাজ শতভাগ ফিট নয়। তাই মিরাজের বিকল্প হিসেবে আমরা মোসাদ্দেককে স্কোয়াডে রেখেছি।’

গত মাসে মোসাদ্দেককে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে বিসিবি। অথচ এক মাস যেতে না যেতেই সেই একই খেলোয়াড়কে জাতীয় দলে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। এর ব্যাখ্যায় মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘কেন্দ্রীয় চুক্তির বিষয়টি ভিন্ন। আমরা মনে করছি টি-টোয়েন্টিতে মোসাদ্দেকের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করার যথেষ্ট সামর্থ্য রয়েছে। মাঝে কিছুদিন ফর্মটা তার ভালো ছিল না। এই মুহূর্তে ফিটনেস সহ যাবতীয় বিষয়গুলো দেখে এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে আমরা তাকে নির্বাচন করেছি। আশা করি সুযোগ পেলে মোসাদ্দেক ভালো করবে।’

নিদাহাস ট্রফিতে ব্যর্থ হওয়ার পরও আফগানিস্তান সিরিজে সুযোগ মিলেছে সৌম্যর।  নিদাহাস ট্রফির ৫ ম্যাচে সৌম্যর ব্যাট থেকে এসেছে ৫০ রান। সৌম্যকে দলে সুযোগ দেওয়ার ক্ষেত্রে অধিনায়ক ও কোচের ভূমিকা ছিল বলে জানালেন নান্নু, ‘টি-টোয়েন্টিতে আমরা যতগুলো খেলোয়াড়কে নিয়ে চিন্তা করি, সৌম্যর কথাটা সবার আগে আসে। বিষয়টি নিয়ে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গেও আলোচনা করেছি। ওরা সৌম্যর ব্যাপারে ইতিবাচক ছিল। এই কারণেই সৌম্য দলে।’

এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অনুশীলনের জন্য রয়েছেন নুরুল হাসান সোহান ও ইমরুল কায়েস।  অথচ আফগানিস্তান সিরিজে তাদের বিবেচনায় নেননি নির্বাচকরা। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আফগানিস্তানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ, শর্টার ভার্সনের খেলা। ওকে নিয়ে (সোহান) আমাদের অন্যরকম চিন্তা ভাবনা আছে। সামনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা।  ওখানে গিয়ে টেস্ট প্রস্তুতি নেওয়াটা খুব কঠিন। কিছু খেলোয়াড়কে আফগানিস্তানের সিরিজের দলের সঙ্গে যোগ করা হয়নি।  একই কারণে কারণে ইমরুল কায়েসও নেই। এছাড়া দলে দুজন উইকেটকিপার ব্যাটসম্যান থাকায় সোহানকে বিবেচনা করা হয়নি।’

তাসকিনের বাদ পড়ার ব্যাখ্যা দিতে গিয়ে নান্নু বলেছেন, ‘তাসকিনের ইনজুরি আছে, পারফরম্যান্সও আছে। রিহ্যাব প্রক্রিয়াতে থেকে ইনজুরি কাটানোর চেষ্টা করছে। আশা করি তাসকিন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সুস্থ হয়ে উঠবে।’

নাজমুল হাসান শান্ত ঘরোয়া ক্রিকেট গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ভালা করে যাচ্ছেন। যদিও ২০ ওভারের ক্রিকেটে শান্তকে নিয়ে ভাবছে না নির্বাচকরা।  এর পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে ম্যানেজমেন্টর।  মিনহাজুল আবেদীন জানান, ‘শান্তকে আমরা ২০ ওভারের ক্রিকেটের জন্য চিন্তা করছি না। ওকে নিয়ে আমাদের ভাবনা ৫০ ওভার কিংবা লংগার ভার্সন ক্রিকেটে। সামনেই হয়তো ওকে দেখা যাবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নানে হাজারো পুণ্যার্থী
সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নানে হাজারো পুণ্যার্থী
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
অল্পের জন্য রক্ষা পেলেন এয়ার অ্যারাবিয়ার ১৯১ যাত্রী ও ৭ ক্রু
অল্পের জন্য রক্ষা পেলেন এয়ার অ্যারাবিয়ার ১৯১ যাত্রী ও ৭ ক্রু
সিল্কি চুলের জন্য ডিম ব্যবহারের ৭ উপায়
সিল্কি চুলের জন্য ডিম ব্যবহারের ৭ উপায়
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি