X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘আমাদের দুর্ভাগ্য, মাশরাফি টি-টোয়েন্টি খেলছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৮, ১৬:০৯আপডেট : ২০ মে ২০১৮, ১৭:২০

‘আমাদের দুর্ভাগ্য, মাশরাফি টি-টোয়েন্টি খেলছে না’ গত বছর শ্রীলঙ্কা সফরে হুট করে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর যতবারই দল ঘোষণা হয়েছে তার নামই ঘুরে ফিরে এসেছে। নির্বাচকরাও হাহাকার করেছেন তার মতো একজন পেস বোলিং অলরাউন্ডারকে সংক্ষিপ্ত ফরম্যাটে না পেয়ে। আজকেও তার ব্যতিক্রম হলো না। মাশরাফির অভাবটা টের পাচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

রবিবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে সুযোগ দিতে পারেননি নির্বাচকরা। আরিফুল ইসলাম স্কোয়াডে থাকলেও তিনি নিয়মিত বোলিং করছেন না। এর বাইরে সাইফউদ্দিন ও আবুল হাসান রাজুর পারফরম্যান্সে হতাশ নির্বাচকরা। সেই অর্থে ৩৪ পেরিয়ে যাওয়া মাশরাফি এখনো ব্যাটসম্যানদের মনে ত্রাস তৈরিতে পারদর্শী।  তার মতো কাউকে না পাওয়াটা হতাশার যে কারো জন্যেই।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও মাশরাফি সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হয়েছেন অতীতের সব রেকর্ড গুড়িয়ে।  বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে কারো ১৬ ম্যাচে ৩৯ উইকেটের কীর্তি নেই।  এর আগে সবশেষ বিপিএলে বোলিংয়ের পাশাপাশি সঠিক নেতৃত্ব দিয়ে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করিয়েছেন। অথচ সেরা নৈপুণ্য দেখিয়েও টি-টোয়েন্টি খেলছেন না। নিদাহাস ট্রফিতে তাকে টি-টোয়েন্টিতে ফেরানোর চেষ্টা হলেও আগের সিদ্ধান্তে অটল থেকেছেন।

গত এক বছরে যতবারই টি-টোয়েন্টি দল গঠন করা হয়েছে, ততবারই নির্বাচক থেকে শুরু করে ক্রিকেট ভক্তরাও হাহাকার করেছেন মাশরাফিকে নিয়ে। রবিবার তার অভাবটা এভাবেই তুলে ধরেছেন প্রধান নির্বাচক, ‘মাশরাফির বিকল্প বের করা এ দেশে কঠিন একটি কাজ।  মাশরাফি সব ফরম্যাটে অসাধারণ একজন পারফরমার।  দুর্ভাগ্যবশত মাশরাফি এখন টি-টোয়েন্টি খেলছে না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য।’

আগামী বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে বসবে বিশ্বকাপের আসর। গতিময় বাউন্সি উইকেটে বাংলাদেশ একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজছে। এখনো মনমতো কাউকে না পেলেও মিনহাজুল আবেদীন নান্নুর বিশ্বাস বিশ্বকাপের আগে মাশরাফির কাছাকাছি কাউকে পাওয়া সম্ভব, ‘মাশরাফির মতো হয়তো কাউকে পাচ্ছি না, তবে তার কাছাকাছি বিকল্প তৈরি করার সময় চলে এসেছে।  আমরা এখন একজন বোলিং অলরাউন্ডারের খোঁজে আছি। আমার বিশ্বাস আগামী বিশ্বকাপের আগে অন্তত একজন বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে না কাউকে খুঁজে পাবো।’

এই পেস বোলিং অলরাউন্ডারের সন্ধান চলছে এইচপিতে।  সেই সন্ধানের ব্যাখ্যায় নান্নু জানান, ‘কিছু খেলায়াড় এইচপিতে আছে। ওখানে ওদের আমরা পর্যবেক্ষণ করছি। এইচপি থেকে যে কোন সময় জাতীয় দলে ঢোকার সুযোগ থাকবে।’

এদিকে বোলিং অলরাউন্ডার হিসেবে বেশকিছু ম্যাচ খেলেছেন তরুণ সাইফউদ্দিন এবং অভিজ্ঞ আবুল হাসান রাজু। কিন্তু সম্প্রতি তাদের পারফরম্যান্স ভালো না হওয়াতে এই মুহূর্তে নির্বাচকদের বিবেচনাতে নেই।  এ ব্যাপারে আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ‘সাইফউদ্দিনের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। আমাদের কাছে দুইজন বোলিং অলরাউন্ডার ছিল, একজন রাজু (আবুল হাসান) আরেকজন সাইফউদ্দিন।  কিন্তু দুইজনের কাছ থেকেই প্রত্যাশিত পারফরম্যান্স পাইনি।  যদিও তারা এখনো আমাদের চিন্তার বাইরে চলে যায়নি। সামনে  ‘এ’ দলের খেলা আছে, সেখানে আমরা তাদের দেখবো। ’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী