X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মোসাদ্দেকের ‘নতুন শুরু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৮, ১৮:২৩আপডেট : ২০ মে ২০১৮, ১৮:২৮

মোসাদ্দেক হোসেন সৈকত গত বছরের জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বশেষ রঙিন পোশাকে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ দিন পর তরুণ অলরাউন্ডারের সামনে টাইগারদের জার্সিতে মাঠে নামার সুযোগ। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উচ্ছ্বাস ধরা পড়লো মোসাদ্দেকের কণ্ঠে, ‘এই বিরতি আমার কাছে অনেক বড়। প্রায় এক বছর পর হয়তো রঙিন ড্রেসে খেলার সুযোগ পাবো। খুব ভালো লাগছে। আফগানিস্তান সিরিজ নিজেকে প্রমাণ করার নতুন সুযোগ আমার জন্য।’

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফেরার পর চোখের সংক্রমণের কারণে দীর্ঘ দিন ছিলেন মাঠের বাইরে। বিপিএলের আগে সেরে উঠলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। তবে দলে ফেরার আত্মবিশ্বাস সব সময় ছিল মোসাদ্দেকের, ‘আমার নিজের ওপর বিশ্বাস ছিল সব সময়। এক জন খেলোয়াড়ের ভালো-খারাপ দু ধরনের সময়ই যায়। আমার হয়তো কিছু দিন খারাপ সময় গিয়েছে। আশা করি, সামনের সময়টা নিজের করে নিতে পারবো, সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে পারবো।’

তবে একাদশে সুযোগ পাওয়া নিয়ে খুব বেশি ভাবতে চান না তিনি, ‘আমি যদি চিন্তা করি অনেক কিছু করে ফেলবো, তাহলে হয়তো সাফল্য আসবে না। আমি শুধু নিজের স্কিল দিয়ে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করবো।’

ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, পেস বোলিংয়ের বিপক্ষে মোসাদ্দেকের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ। তবে এ প্রসঙ্গে তিনি খানিকটা বিরক্ত, ‘আমি ২৫-২৬টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। এর মধ্যে হয়তো তিন/চারটা (আসলে সাতটা ) ম্যাচ দেশের মাটিতে খেলেছি। বাকি সব ম্যাচ দেশের বাইরে খেলেছি। আমার সাফল্য কিন্তু দেশের বাইরে খেলেই। বিদেশে পেস বোলিং কন্ডিশনে খেলা হয়। তাই আমার সম্পর্কে এমন কথা না বলাই উচিত। এখন শুধু এটাই বলবো, সময়ই সব কথা বলে দেবে।’

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে অধিকাংশ ম্যাচে সাত নম্বরে ব্যাট করেছেন বলে খুব বেশি রান করতে পারেননি। আবাহনীর হয়ে ১৫ ম্যাচে ২৪৩ রান করা মোসাদ্দেকের উপলব্ধি, ‘প্রিমিয়ার লিগে শেষ ১০ ম্যাচে পাঁচ বার নট আউট ছিলাম। কত রান করলাম, সেটা ভেবে ব্যাট করিনি। লক্ষ্য ছিল নট আউট থাকার।’

সবশেষে আফগানিস্তানের স্পিন আক্রমণ এবং বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে মোসাদ্দেকের মূল্যায়ন,  ‘ওদের দু/তিন জন ভালো মানের স্পিনার আছে, তারা আইপিএলে ভালো বলও করছে। কিন্তু আমাদের সঙ্গে তারা সাফল্য না-ও পেতে পারে। আমার মনে হয়, ওদের নিয়ে না ভেবে আমাদের নিজেদের খেলার দিকে ফোকাস করা উচিত। শুধু কথা দিয়ে ক্রিকেট হলে তো ভালোই হতো। কিন্তু কথা দিয়ে ক্রিকেট হয় না, ক্রিকেট মাঠে খেলতে হয়। আর সেটাই আমরা চেষ্টা করবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা