X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্লে অফ খেলা হলো না মোস্তাফিজদের

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৮, ২০:৪৭আপডেট : ২০ মে ২০১৮, ২১:১৫

হারের পর দিল্লির এক খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফ খেলার স্বপ্ন ভেঙে দিলো দিল্লি ডেয়ারডেভিলস। আইপিএলের গতবারের চ্যাম্পিয়নরা লিগ পর্বে শেষ ম্যাচে ১১ রানে হেরে বিদায় নিয়েছে। ১৪ ম্যাচে ৬ জয়ে তাদের অর্জন ১২ পয়েন্ট।

ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নামে দিল্লি। আগেই বিদায় নিশ্চিত করা দলটি শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেল, একই সঙ্গে মুম্বাইকে হতাশ করল। ১৪ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার শেষ দল তারা।

রিশভ পান্তের ৪৪ বলে ৬৪ রানের ইনিংসে দিল্লি ৪ উইকেটে ১৭৪ রান করে। ৭৫ রানে ৩ উইকেট হারালে পান্তের সঙ্গে বিজয় শঙ্করের ৬৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। বিজয় ৩০ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৩ রানে অপরাজিত ছিলেন।

৭ ম্যাচ পর আইপিএলে এদিন সুযোগ পেয়ে জ্বলে উঠতে পারেননি মোস্তাফিজুর রহমান। গত ২৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলার পর থেকে লম্বা সময় মুম্বাইয়ের জার্সি পরা হয়নি তার। রবিবার দিল্লির বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে ফিরলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। কিন্তু সুবিধা করতে পারলেন না।

মিচেল ম্যাকক্লেনাঘানের কাঁধের সমস্যা থাকায় মোস্তাফিজের জায়গা হয় একাদশে। ৪ ওভার বল করেছেন তিনি। কিন্তু দিল্লিকে চেপে ধরতে কোনও অবদান রাখতে পারেননি মোস্তাফিজ। ৩৪ রান দিয়ে নিতে পারেননি একটি উইকেটও। ৯টি ডট বলের পাশাপাশি দুটি করে চার ও ছয় আসে তার ওভারে।

হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরাহ ও মায়াঙ্ক মারকান্দে ১টি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে দুই স্পিনার অমিত মিশ্র ও সন্দীপ লামিচানের ঘূর্ণিতে নড়বড়ে হয়ে যায় মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ।

অমিত টানা দুই ওভারে ২টি উইকেট নেন। ভয়ঙ্কর হয়ে ওঠা এভিন লুইসকে ৪৮ রানে ফেরান এই ভারতীয় স্পিনার। ১২ রানে ওপেনার সূর্যকুমার যাদবকে ফেরানো লামিচানে দলীয় ১০ম ওভারে ফেরান আরও দুই ব্যাটসম্যানকে। ৭৮ রানে ৫ উইকেট হারানো মুম্বাইকে স্বস্তিতে ফেরান হার্দিক (২৭) ও রোহিত শর্মা (১৩)। ৪৩ রানের জুটি গড়েন তারা।

কিন্তু টানা দুই ওভারে তারা দুজন ফিরলে আবার বিপদে পড়ে মুম্বাই। তবে বেন কাটিং ঝড়ে হারানো জয়ের আশা আবার ফিরে পায় তারা। মারকান্দের সঙ্গে ২৫ বলে ৩৫ রানের জুটি গড়েন তিনি। ১৯তম ওভারের শেষ বলে মারকান্দে আউট হলে শেষ ওভারে ১৮ রান দরকার পড়ে মুম্বাইয়ের। প্রথম বলে ৬ মেরে প্লে অফের স্বপ্নটা আরও ঝলমলে করেন কাটিং। কিন্তু দ্বিতীয় বলে গ্লেইন ম্যাক্সওয়েলের ক্যাচ হন, ২০ বলে ৩৭ রানে থামেন এই ব্যাটসম্যান। পরের বলে বুমরাহকে বোল্টের ক্যাচ বানিয়ে মুম্বাইকে গুটিয়ে দেন হার্শাল প্যাটেল।

সমান তিনটি করে উইকেট নেন হার্শাল, লামিচানে ও অমিত।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি