X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইনিয়েস্তার শেষ ম্যাচে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৮, ১০:১৩আপডেট : ২১ মে ২০১৮, ১০:১৬

ইনিয়েস্তার শেষ ম্যাচে বার্সেলোনার জয় ন্যু ক্যাম্পে আবেগঘন এক সন্ধ্যায় আন্দ্রেস ইনিয়েস্তার শেষটা হলো জয়ের স্বাদ পেয়ে। রবিবার বার্সেলোনায় শেষ ম্যাচ খেললেন তিনি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ওই ম্যাচটি ১-০ তে জিতল কাতালান জায়ান্টরা।

গত সপ্তাহে লেভান্তের মাঠে লা লিগায় অপরাজেয় থাকার মর্যাদা হারানো বার্সা মৌসুমের ২৮তম জয় পেল।

ইনিয়েস্তার বিদায়ী ম্যাচে একমাত্র গোল করেছেন এক সপ্তাহ আগে হ্যাটট্রিক করা ফিলিপ্পে কৌতিনিয়ো।

৮১ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন স্পেনের প্লেমেকার। গ্যালারির প্রত্যেকে দাঁড়িয়ে অভিবাদন জানান তাদের মহানায়ককে। অ্যাকাডেমিতে যোগ দেওয়ার পর এই ক্লাবের সঙ্গে ২২ বছর ধরে আছেন ইনিয়েস্তা। চারটি চ্যাম্পিয়নস লিগ ও ৯টি লা লিগাসহ জিতেছেন ৩২টি শিরোপা। বার্সার জার্সিতে তাকে শেষবার দেখতে ন্যু ক্যাম্পে হাজির ছিলেন ৮৪,১৬৮ জন দর্শক।

ইনিয়েস্তার এই বিদায়ী ম্যাচে শুরুতে লক্ষ্যে শট নেয় সোসিয়েদাদ। আদনান জানুজাইয়ের ক্রস থেকে উইলিয়ান হোসের হেড দুর্দান্ত প্রতিরোধে মাঠের বাইরে পাঠান মার্ক আন্দ্রে টের স্টেগেন। বার্সা গোলরক্ষক আবারও রুখে দেন জানুজাইয়ের শট।

ইনিয়েস্তার শেষ ম্যাচে বার্সেলোনার জয় স্বাগতিকরা ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও ফিনিশিং যুতসই হচ্ছিল না। জেরার্দ পিকে সেট পিচ থেকে লক্ষ্যভেদ করতে পারেননি। উসমান দেম্বেলের ক্রস থেকে ইভান রাকিটিচের হেড গোলবারের পাশ দিয়ে চলে যায়। লুই সুয়ারেসের শট হয় লক্ষ্যভ্রষ্ট।

বার্সা শেষ পর্যন্ত গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর। ডানপায়ের কাটব্যাকে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন কৌতিনিয়ো।

ইনিয়েস্তা স্কোরশিটে নাম লেখানোর একেবারে কাছে ছিলেন। কিন্তু তার শট নেওয়ার আগেই বল কেড়ে নেয় প্রতিপক্ষ। ৬৭ মিনিটে লিওনেল মেসিকে জায়গা করে দিয়ে মাঠ ছাড়েন কৌতিনিয়ো। ডেনিস সুয়ারেসকে দিয়ে গোল করাতে চেয়েছিলেন মেসি। কিন্তু তার শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়।

খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে পাকো আলকাসেরের বদলি হয়ে শেষবার মাঠ ছাড়েন ইনিয়েস্তা। গত অক্টোবরে আজীবনের জন্য চুক্তির প্রস্তাব পাওয়া এই মিডফিল্ডার অশ্রুসিক্ত বিদায়ে শেষ করেন বার্সায় তার সমৃদ্ধশালী ক্যারিয়ার। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি