X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আবাহনী-মোহামেডানের আড়ালে গুরু-শিষ্যের লড়াই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ১১:২৮আপডেট : ২১ মে ২০১৮, ১১:৫২

আবাহনী-মোহামেডানের আড়ালে গুরু-শিষ্যের লড়াই! ফুটবল, ক্রিকেট বা হকি- যেটাই হোক না কেন, আবাহনী ও মোহামেডান মুখোমুখি মানেই আগুনে-বারুদে লড়াই। সোমবার প্রিমিয়ার হকি লিগে হতে যাচ্ছে ঐতিহ্যবাহী দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা। আকর্ষণীয় এই ম্যাচ উত্তেজনার রেণু আরও বেশি করে ছড়াচ্ছে অন্য আরেকটি কারণে। এই লড়াইটা যে গুরু-শিষ্যেরও!

মাওলানা ভাসানী স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটায় মুখোমুখি হচ্ছেন আবাহনীর কোচ মাহবুব হারুন ও মোহামেডানের কোচ মওদুদুর রহমান শুভ। প্রথমবার তারা একে অন্যের বিরুদ্ধে লড়তে ডাগআউটে দাঁড়াচ্ছেন। যেই শুভ জাতীয় দলে ও আবাহনীতে মাহবুবের অধীনে খেলেছিলেন, তিনিই সাবেক কোচের মুখোমুখি হচ্ছেন প্রতিপক্ষ কোচ হিসেবে।

সাবেক শিষ্যের বিরুদ্ধে ডাগআউটে দাঁড়াতে হচ্ছে। অনুভূতিটা অন্যরকম হলেও শুভ জন্য শুভ কামনা জানালেন মাহবুব। আবাহনীর কোচ হাসিমুখে বাংলা ট্রিবিউনকে জানালেন, ‘আমার অধীনে শুভ জাতীয় দল ও আবাহনীতে খেলেছে। সে ভালো খেলোয়াড় ছিল। এখন কোচিং করাচ্ছে। এটা ভালো দিক। কোচ হিসেবে খারাপ করছে না। আমি তার সাফল্য চাইছি। তবে লিগের এই ম্যাচে মোহামেডানকে হারিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

লিগে দুই দলই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে। দুই দলই ৮ ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট পেয়েছে। জিতে এবার এগিয়ে যাওয়ার লক্ষ্য তাদের সামনে।

আবাহনীতে দুইজন করে মালয়েশিয়া ও ভারতের খেলোয়াড় আছে। এছাড়া স্থানীয়রা ভালো করছেন। মাহবুব তাই আত্মবিশ্বাসী, ‘আমার দল উজ্জীবিত আছে। মোহামেডান ভালো দল। তবে এই বড় ম্যাচে যারা সুযোগ কাজে লাগাতে পারবে, তারাই জিতবে।’

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করে বিকেএসপিতে কোচিং করাচ্ছেন শুভ। প্রেষণে ছুটি মেলায় মোহামেডানের মতো দলের কোচ হলেন তিনি। প্রথমবার কোচ হয়ে তার লক্ষ্য চূঁড়ায়, ‘প্রথমবার মোহামেডানের দায়িত্ব নিয়েছি। শিরোপা জিততে চাই। আবাহনীর বিপক্ষে ভালো খেলে এগিয়ে যাওয়ার ইচ্ছা। আর হারুন ভাই তো ভালো কোচ। খেলোয়াড়ি জীবনে তার সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে ছিলাম। আবার তিনি আমার কোচও ছিলেন কয়েকবার।’

শুভ এবার শিরোপার আশা করতেই পারেন। তার দলের তারকার স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি দুরন্ত ফর্মে আছেন। ৫ ম্যাচে হ্যাটট্রিকসহ গোল করেছেন ১৯টি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা