X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মাশরাফি-মুশফিকদের সঙ্গে কারস্টেনের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ১৮:১৭আপডেট : ২১ মে ২০১৮, ১৮:৩৭

কারস্টেনের সঙ্গে কথা বলতে যাচ্ছেন মাশরাফি ও মুশফিক। ছবি-রবিউল ইসলাম প্রায় ছয় মাস জাতীয় দলের কোচ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক খুঁজেও কোচ না পেয়ে দ্বারস্থ হয়েছে গ্যারি কারস্টেনের। দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনারের দায়িত্ব, টাইগারদের ভবিষ্যৎ কোচের বিষয়ে বিসিবিকে পরামর্শ দেওয়া। রবিবার রাতে এই দায়িত্ব নিয়ে ঢাকায় এসে পরদিনই কাজ শুরু করে দিয়েছেন কারস্টেন। জাতীয় দলের তিন তারকা মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

সোমবার ভোর থেকেই ঢাকায় বৃষ্টি। তবে বৃষ্টি উপেক্ষা করে ব্যস্ত সময় কাটিয়েছেন কারস্টেন। মাশরাফি-মুশফিক-তামিমের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী কোচ। সকালে সবার আগে বৈঠক করেছেন তামিমের সঙ্গে। এরপর মুশফিক এবং সবশেষে বেলা একটার পর মাশরাফির সঙ্গে কথা বলেছেন। আইপিএলে দায়িত্ব পালনের সময় সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের সঙ্গেও আলোচনা করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ।

আগামী বুধবার স্বদেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার কথা কারস্টেনের। তার আগে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন এবং কোচিং স্টাফদের সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘দলীয় পর্যালোচনা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি (কারস্টেন) আলাদাভাবে প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে বসার চেষ্টা করছেন। নির্বাচক, বোর্ড পরিচালকদের সঙ্গে আলাদাভাবে বসার পরিকল্পনাও তার রয়েছে। তিনি স্বাধীনভাবে কাজ করতে চাচ্ছেন আর সেভাবেই কাজ করছেন। তাকে আমরা শুধু লজিস্টিক সাপোর্ট দিচ্ছি।’ 

তবে তিন তারকা ক্রিকেটারের সঙ্গে কারস্টেনের আলোচনার বিষয়ে বিসিবির তরফ থেকে কিছু জানানো হয়নি। শুধু জানা গেছে, ঠিক কেমন কোচ প্রয়োজন, সে বিষয়ে ক্রিকেটারদের প্রশ্ন করেছেন তিনি।

আরও পড়ুন:

কোচ সমস্যার সমাধানে কারস্টেন ঢাকায়

 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন