X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

৮ বছর পর প্রিমিয়ার লিগে বিকেএসপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ২২:০৫আপডেট : ২১ মে ২০১৮, ২২:৩২

বিকেএসপির প্রিমিয়ার লিগে ওঠার আনন্দ সেই ২০০৯-১০ মৌসুমে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এরপর ঘরোয়া ক্রিকেটের সেরা আসরে খেলা হয়নি। অবশেষে আক্ষেপ দূর করলেন বিকেএসপির বর্তমান ছাত্ররা। আট বছর পর সৌম্য-বিজয়-লিটন-নাসিরদের শিক্ষা প্রতিষ্ঠানকে প্রিমিয়ার লিগে নিয়ে গেলেন শামিম-তুহিনরা। প্রথম বিভাগে রানার্স-আপ হওয়ার সুবাদে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে বিকেএসপি।

সেজন্য দারুণ খুশি দলটির অধিনায়ক আব্দুল কাইয়ুম তুহিন।  ২০০৯ সালে সপ্তম শ্রেণিতে তিনি যখন ভর্তি হয়েছিলেন, তখন শেষবারের মতো প্রিমিয়ার লিগে খেলেছিল বিকেএসপি। তুহিন এর আগে দুবার প্রথম বিভাগ খেললেও দলকে প্রিমিয়ার লিগে নিয়ে যেতে পারেননি। তবে এবার তিনি সফল।

শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হওয়ায় তুহিন উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমি যে বছর বিকেএসপিতে ভর্তি হয়েছিলাম, সে বছর এনামুল ভাইরা প্রিমিয়ার লিগে খেলেছিলেন। কিন্তু পরের বছর বিকেএসপি প্রথম বিভাগে নেমে যায়। আমার স্বপ্ন ছিল, বিকেএসপিকে প্রিমিয়ার লিগে নিয়েই এই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার। আগের দুবার পারিনি, তবে এবার পেরেছি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

মেহেদী হাসান মিরাজের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন তুহিন। কিন্তু পরীক্ষা সহ ব্যক্তিগত কিছু সমস্যার কারণে বিশ্বকাপ দলে সুযোগ হয়নি। প্রিমিয়ার লিগে ভালো খেলার লক্ষ্যের কথা জানিয়ে তিনি বললেন, ‘আমি বিকেএসপির হয়েই  প্রিমিয়ার লিগে খেলবো। প্রথম মৌসুমে ভালো খেলে বড় ক্লাবে সুযোগ করে নিতে চাই।’

দুর্দান্ত অধিনায়কত্বের পাশাপাশি লিগে ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্স ছিল তুহিনের।  তিনটি হাফসেঞ্চুরির পাশাপাশি ১৫টি উইকেট নিয়েছেন তিনি।

তুহিনের সতীর্থ শামিম পাটোয়ারী এবার অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন। দলকে প্রিমিয়ার লিগে নিতে পেরে তিনিও দারুণ খুশি, ‘এটা গর্ব করার মতো ব্যাপার। অনেক দিন প্রিমিয়ার লিগে বিকেএসপি ছিল না। বিকেএসপির ছাত্র হিসেবে এই প্রতিষ্ঠানকে প্রিমিয়ারে খেলতে দেখবো। এই আনন্দের তুলনা হয় না।’

রবিবার বিকেএসপির তিন নম্বর মাঠে উত্তরা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় বিকেএসপি। বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা হতেই উৎসবে মেতে ওঠে দুই দল। ২৫ পয়েন্ট নিয়ে লিগে চ্যাম্পিয়ন হয়েছে উত্তরা। রানার্স-আপ বিকেএসপির সংগ্রহ ২১ পয়েন্ট।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক