X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

জার্মান ভক্ত আমজাদের পতাকার দৈর্ঘ্য সাড়ে পাঁচ কি.মি!

মাগুরা প্রতিনিধি
২২ মে ২০১৮, ১০:৫২আপডেট : ২২ মে ২০১৮, ১১:১৫

নতুন পতাকা বানানোর প্রস্তুতি নিচ্ছেন আমজাদ। গত বিশ্বকাপে আলোড়ন ফেলে দিয়েছিলেন মাগুরার আমজাদ হোসেন। তিন কিলামিটার দৈর্ঘ্যের জার্মান পতাকা প্রদর্শন করে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। রাশিয়া বিশ্বকাপকে ঘিরে আবারও নতুন প্রস্তুতিতে ৫৫ বছর বয়সী এই কৃষক। এবার সাড়ে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা নির্মাণ করছেন জার্মান এই ভক্ত!

মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের আমজাদ গত বিশ্বকাপে তিন কিলোমিটার দৈর্ঘ্যের জার্মান পতাকা তৈরি করতে জমি বিক্রি করেছিলেন। এবার পতাকার আকার তার চেয়েও বড়। প্রায় সাড়ে পাঁচ কি.মি. পতাকা তৈরি করতে অনেক কষ্ট হলেও তার স্বপ্ন পতাকার দৈর্ঘ্য হবে ২২ কি.মি! সব কিছুর বিনিময়ে হলেও দীর্ঘ এই পতাকা তৈরির স্বপ্ন দেখছেন আমজাদ।

গত বিশ্বকাপে আলোড়ন তুলেছিলেন লম্বা জার্মান পতাকা বানিয়ে। জার্মানির সমর্থক আমজাদ সব দলের সমর্থকদের ছাপিয়ে তার প্রিয় দল জার্মানিকে সবার উপরে মেলে ধরতে চান পতাকা দিয়ে। গত বিশ্বকাপে তিন কিলোমিটার দীর্ঘ পতাকা প্রদর্শন করে তিনি সারাদেশে আলোচনায় আসেন। জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানের বাংলাদেশ অবস্থানকারী রাষ্ট্রদূত স্বয়ং আমজাদের বাড়িতে এসে তাকে জার্মান ফ্যান ক্লাবের সম্মানিত সদস্য করে নেন। মাগুরা স্টেডিয়ামে পতাকাটি প্রদর্শনের মাধ্যমে তাকে সংবর্ধনাও দেওয়া হয়।

শুধুমাত্র নিখাদ ভালোবাসা থেকেই এমন জার্মানি প্রীতি আমজাদের। সেই স্বীকারোক্তির কথা জানা গেলো তার কথাতেই,  ‘কিছু পাওয়ার জন্য নয়, ভালোবাসা থেকেই এই পতাকা নির্মাণ। গত বার জমি বিক্রি করে তিন কি.মি. দীর্ঘ পতাকাটি তৈরি করেছি আড়াই লাখ টাকায়। এবার নিজের টাকা, কিছু ধারদেনা করে এটির দৈর্ঘ্য বৃদ্ধি বাড়িয়েছি। মেহেরপুরে এর কাজ চলছে। আগামী ৫ জুন ঘোড়ামারা স্কুল মাঠে এটি প্রদর্শন করা হবে।’

এখানেই থেমে থাকতে চান না আমজাদ। নিজের স্বপ্নটাকে বড় করেছেন বিশালাকৃতির ২২ কিলোমিটার পতাকায় চড়ে, ‘আমার স্বপ্ন ২০২২ সাল পর্যন্ত বেঁচে থাকা। যদি থাকি তবে মাগুরা থেকে যশোর সীমান্ত পর্যন্ত ২২ কিলোমিটার দৈর্ঘ্যের একটি জার্মান পতাকা প্রদর্শন করবো ঐ বিশ্বকাপে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫