X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একটি বড় ইনিংস চাই সৌম্যর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ১৭:৪৩আপডেট : ২৪ মে ২০১৮, ১৭:৪৪

একটি বড় ইনিংস চাই সৌম্যর নিদাহাস ট্রফিতে ৫ ম্যাচে করেছেন মাত্র ৫০ রান। তবু আফগানিস্তান সিরিজে টিকে গেছেন সৌম্য সরকার। ফর্মহীনতায় ভোগা এই ব্যাটসম্যানকে নিয়ে তাই সমালোচনার শেষ নেই। সমালোচকদের জবাব দিতে ‘একটি বড় ইনিংস’ চান তিনি।

সমালোচনার কারণেই ভালো খেলার তাগিদ অনুভব করছেন সৌম্য। বুধবার মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘শেষ কয়েক ম্যাচ ভালো করিনি। ভালো খেলার তাগিদ সবসময়ই থাকে, তারপরও মানুষের সমালোচনা শুনে কিছুটা খারাপ তো লাগেই। সমালোচনা শুনেই মনে পড়ে আমি ভালো খেলতে পারছি না। তখন চেষ্টা করি অনুশীলনে জোর দেওয়ার।’

নিজের হারিয়ে যাওয়া ব্যাটিং সামর্থ্য ফিরিয়ে আনতে মরিয়া এই ব্যাটসম্যান, ‘সামনে তিনটা ম্যাচ আছে। সেখানে ভালো শুরু করতে চাই। নিদাহাস ট্রফিতে বড় রান করতে পারিনি, কিন্তু দেরাদুনে বড় ইনিংস খেলতে চাই। একটা বড় ইনিংসই পারে সব বদলে দিতে।’

উদ্বোধনী জুটিতে তামিম ইকবালকে সঙ্গ দেওয়ার মত কাউকে পাওয়া যাচ্ছিল না অনেকদিন। সেখানে সৌম্যের আবির্ভাব ‘আশ্চর্য প্রদীপ’ হয়ে। ২০১৫ বিশ্বকাপ থেকে শুরু, এরপর ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেন অপ্রতিরোধ্য সৌম্য। কিন্তু শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি, বদলে যেতে থাকেন তিনি। সৌম্য অবশ্য পরিশ্রম করে যাচ্ছেন। পরের সিরিজে ভালো করার ব্যাপারে তিনি আশাবাদী, ‘সবাই চায় ভালো করতে। এই মুহূর্তে যেহেতু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, ওখান থেকে কতটা কঠোর পরিশ্রম করে এগোনো যায়, সেই চেষ্টাই আমি করছি।’

নিদহাস ট্রফিতে খেলা পাঁচ ম্যাচের মাত্র একটিতে ওপেনিংয়ে নেমেছিলেন সৌম্য। বাকি চার ম্যাচে কখনও তিন, কখনওবা পাঁচেও ব্যাট করেছেন। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজে রান না পাওয়ার অজুহাত হিসেবে ব্যাটিং অর্ডারকে দাঁড় করাচ্ছেন না তিনি, ‘খেলতে হলে সবখানে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। দল যদি মনে করে পাঁচ নম্বরে ব্যাট করতে হবে, তাহলে সেখানেই করতে হবে। এখানে পারফর্ম করা জরুরি। রান করতে পারলেই সব ঠিক হয়ে যাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা