X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

নতুন কোচের অধীনে মেয়েদের অনুশীলন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ১৯:৪১আপডেট : ২৪ মে ২০১৮, ১৯:৫৫

অনুশীলনে বাংলাদেশের মেয়েরা (ফাইল ছবি) অবকাশ যাপনের সময় নেই বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। দক্ষিণ আফ্রিকা সফর শেষে একদিন বিশ্রাম নিয়েই নামতে হয়েছে এশিয়া কাপের প্রস্তুতিতে। নতুন কোচ অঞ্জু জেইনের অধীনে সিলেটে শুরু হয়েছে মেয়েদের প্রস্তুতি।

আগামী মাসের শুরুতে এশিয়া কাপ খেলতে মালয়েশিয়ায় যাবে মেয়েরা। এই প্রতিযোগিতায় নামার আগে নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় মহিলা দলের সাবেক উইকেটরক্ষক অঞ্জুকে দায়িত্ব দিয়েছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের জন্য। সেই লক্ষ্যে বৃহস্পতিবার থেকে নতুন শিষ্যদের নিয়ে কাজ শুরু করেছেন অঞ্জু।

দক্ষিণ আফ্রিকা সফরের পর কোচ ডেভিড ক্যাপেলের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। তার জায়গায় অঞ্জুকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত নিয়োগ দিয়েছে বিসিবি। রুমানাদের নতুন কোচ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) লেবেল ‘বি’ লাইসেন্সধারী। তিনি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে কাজ করেছেন বিদর্ভ মহিলা দলের কোচ হিসেবে। ভারতের জার্সিতে ৮ টেস্টের সঙ্গে ৬৫ ওয়ানডে খেলেছেন অঞ্জু।

সহকারী হিসেবে তিনি পাচ্ছেন তার এক সময়কার জাতীয় দল সতীর্থ দেবিকা পালশিকারকে। আর ফিজিও হিসেবে আছেন একই দেশের অনুজা দালভি।

মেয়েদের প্রস্তুতির ব্যাপারে বিসিবির উইমেন্স উইং থেকে জানানো হয়েছে, ক্যাম্পে যোগ দিতে বৃহস্পতিবার ঢাকা থেকে সিলেটে গেছেন মহিলা ক্রিকেটাররা। আগামী ৩০ মে পর্যন্ত সিলেটে ক্যাম্প চলবে তাদের।

১ জুন এশিয়া কাপ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা। এবার এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ৩ জুন মালয়েশিয়ায় শুরু হবে এশিয়া কাপ। ছয় দেশের অংশগ্রহণে আসরটি হবে লিগ পদ্ধতিতে। প্রতিটি দল পাবে পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ, যেখানে উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এশিয়া কাপ শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নামতে হবে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের আসরে জায়গা পেতে বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে রুমানাদের। সামনের জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের আসর বসবে নেদারল্যান্ডসে। যেখানে স্বাগতিক দল ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, উগান্ডা, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে দুই দল যোগ দেবে সরাসরি মূল পর্বে যাওয়া আট দলের সঙ্গে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়