X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পেসারদের নতুন মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৮, ২০:২১আপডেট : ২৪ মে ২০১৮, ২০:২১

কাজী অনিকের সেলফিতে ক্যাম্পের অন্য পেসাররা বিসিবির হাই পারফরম্যান্সের (এইচপি) অধীনে পেস বোলারদের ‘বিশেষ ক্যাম্প’ শুরু হচ্ছে শুক্রবার থেকে। কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১ ‍জুন পর্যন্ত চলবে এই কার্যক্রম। এই ক্যাম্পে যোগ দিতে বৃহস্পতিবার সকাল ১০টার ফ্লাইটে কক্সবাজার পৌঁছেছেন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা।

বিসিবির পেস বোলিং কোচ চম্পকা রমানায়েক ও দীপু রায় চৌধুরীর তত্ত্বাবধানে ক্যাম্পে কাজ করবেন পেসাররা। ক্যাম্পে ডাক পেয়েছিলেন ১৫ পেসার, তাদের সবাই যেতে পারেননি কক্সবাজার। পিঠের ইনজুরির কারণে তাসকিন আহমেদের যাওয়া হয়নি। এছাড়া আফগানিস্তান সিরিজের দলে থাকায় আবু জায়েদ রাহী ও আবু হায়দার রনিও থাকছেন না ক্যাম্পে।

কিছুদিন ধরেই পেসারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। যে কারণে তাদের নিয়ে আলাদাভাবে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছে বিসিবি। প্রিমিয়ার লিগ চলাকালে কোর্টনি ওয়ালশ কিছুদিন পেস বোলারদের নিয়ে কাজ করেছেন। বিশেষায়িত এই ক্যাম্প দিয়ে পেসাররা বাড়তি কাজ করে নিজেদের দক্ষতার আরও উন্নতি করে নিতে পারবেন বলে আাশাবাদী বিসিবি।

পুরনোদের পাশাপাশি এই ক্যাম্পে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, রবিউল হক ও ইয়াসিন আরাফাতের মতো তরুণ পেসারদের জায়গা হয়েছে।

মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে টিকে গেলেও তার বয়সভিত্তিক পর্যায়ের সতীর্থ সাইফউদ্দিন জায়গা পাকাপোক্ত করতে পারেননি। পেস বোলিং অলরাউন্ডারের অভাব পূরণে টিম ম্যানেজমেন্টের সর্বশেষ চেষ্টা ছিল সাইফউদ্দিনকে ঘিরে। কিন্তু তিনিও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। যে কারণে তিন ম্যাচ খেলেই ছিটকে গেছেন তিনি।

শুক্রবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পকে ভীষণ গুরুত্ব দিচ্ছেন ২১ বছর বয়সী এই অলরাউন্ডার। ভুলগুলো শুধরে দ্রুতই জাতীয় দলে ফিরতে চান সাইফউদ্দিন, ‘এই ক্যাম্পটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই এখানে ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। এখানে কাজগুলো ঠিকমতো করতে পারলে, নিজের জন্যই ভালো হবে। বোলিংয়ে যা চাচ্ছিলাম, তা হচ্ছিলো না। চেষ্টা করব ওই কাজগুলো নিখুঁতভাবে করার।’

সর্বশেষ যুব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সদস্য কাজী অনিক। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালো করতে পারেন তিনি। এই ক্যাম্পকে শেখার মঞ্চ হিসেবে দেখছেন, ‘এখানে কঠোর পরিশ্রম করতে চাই। চাম্পাকের (রমানায়েক) সঙ্গে মনোযোগ দিয়ে কাজ করতে চাই। বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে শুরুতেই আমি এমন একটি ক্যাম্প করার সুযোগ পেয়েছি। আমি মনে এই ক্যাম্প আমার বোলিংয়ের ধার বাড়াতে ভূমিকা রাখবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা