X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একসঙ্গে দুই বিয়ের খবর উড়িয়ে দিলেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৮, ১৬:১৯আপডেট : ২৫ মে ২০১৮, ১৬:৩৩

একসঙ্গে দুই বিয়ের খবর উড়িয়ে দিলেন রোনালদিনহো বয়স ৩৮ পেরিয়ে গেছে, এখনও বিয়ের বাঁধনে জড়াননি রোনালদিনহো। উৎসুক ভক্তদের মনে একটাই প্রশ্ন- কবে আসবে সেই দিন? খুশির খবরটা দিনদুয়েক আগে দেয় ব্রাজিলিয়ান এক সংবাদমাধ্যম। তবে যেভাবে দিয়েছে, সেটা কারও কল্পনাতেও আসার কথা নয়। ‘ও দিয়া’ সংবাদপত্রের খবর ছিল, একই জায়গায় একই সঙ্গে দুই মেয়েকে বিয়ে করছেন রোনালদিনহো! বিশ্ব জুড়ে তো তোলপাড়। যদিও উৎসুক মানুষের আগ্রহে জলে ঢেলে দিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলিয়ান আরেক সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’কে তিনি জানিয়েছেন, বিয়ে নিয়ে যে খবর ছাপা হচ্ছে, তার পুরোটাই ‘মিথ্যা’। বিয়ের গুজব উড়িয়ে দিয়ে বিশ্বকাপ জয়ী প্লে মেকারের বক্তব্য, ‘পুরো বিশ্ব আমাকে নিয়ে কথা বলছে। আমি বিয়ে করছি না। এটা সবচেয়ে বড় মিথ্যা।’

সাবেক বার্সেলোনা তারকার বিয়ের কথা ছাপে ‘ও দিয়া’ পত্রিকা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমটির খবর ছিল, সাবেক এই ফুটবলার আগস্টে বিয়ে করছেন বাগদত্তা প্রিসিলা কোয়েলহো ও বেত্রিজ সুজাকে। এমনকি তারা এও ছেপেছিল, রিওতে খুব গোপনে বিয়ের কাজ সারবেন রোনালদিনহো।

২০১৬ সাল থেকে সুজার সঙ্গে ‘ডেট’ করছেন ৩৮ বছর বয়সী সাবেক এই ফরোয়ার্ড। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে গুঞ্জন আছে, প্রিসিলার সঙ্গেও সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন রোনালদিনহো। বিশ্বকাপ জয়ী তারকা নাকি গত বছরের ডিসেম্বর থেকে তার রিও ডি জেনিইরোর বাসায় একসঙ্গে থাকছেন দুজনকে নিয়ে। এমনকি মাসে ১ লাখ ৭০ হাজার টাকা হাত খরচও দেন তাদের প্রত্যেককে।

এইসব খবর আগেও ছাপা হয়েছে ব্রাজিলিয়ান পত্রিকায়। তবে ‘ও দিয়া’র খবরটা একটু তাক লাগানোই ছিল বিশ্বের কাছে। যদিও একসঙ্গে দুই বিয়ের খবর উড়িয়ে দিয়েছেন ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ খ্যাত রোনালদিনহো। দুই বিয়ে তো দূরে থাক, তিনি নাকি বিয়েই করছেন না!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা