X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘স্মার্ট ঘড়ি’ পরায় পাকিস্তানকে আইসিসির সতর্কতা

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৮, ১৭:২৮আপডেট : ২৫ মে ২০১৮, ১৭:৩১

বাবর আজমের হাতে স্মার্ট ঘড়ি ২০১০ সালে এই লর্ডসেই ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার শিকার হয়েছিল পাকিস্তান। আট বছর পর সেখানেই আরেকবার ‘স্পট ফিক্সিং’ শব্দটা উচ্চারিত হলো! না, ফিক্সিংয়ের কোনও ঘটনা ঘটেনি, তবে ক্রিকেটের গায়ে যাতে আরেকবার কলঙ্কের কালিমা না লাগে, সেজন্য পাকিস্তানকে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড-পাকিস্তানের প্রথম টেস্ট। এই ম্যাচে পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়ের হাতে স্মার্ট ঘড়ি দেখা গেছে। শুক্রবার আইসিসি পাকিস্তানকে সতর্কক করে জানিয়েছে, মাঠে স্মার্ট ঘড়ি পরা পুরোপুরি নিষিদ্ধ, আর কোনও খেলোয়াড় যেন ‘যোগাযোগ করা যায়, এমন ডিভাইস’ নিজের সঙ্গে না রাখে।

মাঠে যাতে কোনও ফিক্সিং না হয়, সেটা নিশ্চিত করতেই স্মার্ট ঘড়ি নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। যদিও বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টে পাকিস্তানি কয়েকজন খেলোয়াড় নেমেছিলেন এই ডিভাইজ সঙ্গে নিয়ে।

শুক্রবার এক বিৃবতিতে আইসিসি জানিয়েছে, ‘খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের এলাকায় যোগাযোগের সব ধরনের ডিভাইজ নিষিদ্ধ। ইন্টারনেট যোগ করা যায়, এমন ডিভাইজ ব্যবহার করা যাবে না।’ শুধুমাত্র ম্যাচ অফিসিয়ালরা তাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে নির্দিষ্ট ডিভাইজ ব্যবহার করতে পারেন।

পাকিস্তানি পেসার হাসান আলী বুঝতে পারছেন না, তার কোন সতীর্থ ব্যবহার করেছেন স্মার্ট ঘড়ি। তবে আইসিসির অ্যান্টি-করাপশনের কর্তাদের সঙ্গে তাদের কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া এই পেসার বলেছেন, ‘আমি জানি না কে পরেছিল ওগুলো (স্মার্ট ঘড়ি)। তবে হ্যাঁ, আইসিসির অ্যান্টি-করাপশন কর্তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন, এগুলো পরা যাবে না। পরবর্তীতে আমাদের আর কেউ এটা পরবে না।’ রয়টার্স

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট