X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

পারফরম্যান্সের পুনরাবৃত্তি চান ওয়ালশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৮, ২২:০১আপডেট : ২৬ মে ২০১৮, ০০:২০

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন কোর্টনি ওয়ারশ। মুশফিক-তামিমদের ক্যাম্প শুরু হয়ে গেলেও পারিবারিক কারণে দেরিতে ক্যাম্পে যোগ দিয়েছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। পুনরায় শিষ্যদের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত এই কোচ। একই সঙ্গে নিদাহাস ট্রফির মতো আফগানিস্তান সিরিজে শিষ্যদের জ্বলে উঠার অপেক্ষায় ক্যারিবিয়ান কিংবদন্তি।

মিরপুরে শুক্রবার ক্যাম্পের ফাঁকে ক্যারিবীয় এই কিংবদন্তি নিদাহাস ট্রফির পারফরম্যান্সের পুনরাবৃত্তির পক্ষে কথা বললেন, ‘পুনরায় ছেলেদের সঙ্গে যুক্ত হতে পরে আনন্দবোধ করছি। শ্রীলঙ্কায় যেমনটি করেছিল সামনেও আমাদের একই স্টাইলে খেলতে হবে। তবে আমাদের এখনও কিছু কিছু জায়গায় উন্নতি প্রয়োজন। যদি বিষয়গুলো কাটিয়ে ওঠতে পারি তাহলে নিজেদের সেরাটা দিতে পারবো।’

ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তাদের খাটো করে দেখছেন না ওয়ালশ। তাই বলে নিজেদের শক্তিমত্তাকেও পিছিয়ে রাখছেন না। নিজেদের নিয়েই পূর্ণ মনোযোগী বোলিং কোচ, ‘ওদের মানসম্পন্ন কিছু খেলোয়াড় আছে। তবে আমরা নিজেদের শক্তির দিকেই মনোযোগ বেশি দিচ্ছি। নিজেদের সঙ্গে যায় এমন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো। ওদের নিয়ে ভাববার কিছু নেই।আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি তাহলে সুযোগটা তৈরি হবে।’   

তিনি আরও যোগ করেন, ‘আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ভালো রাখতে হবে।ছেলেদের নিজেদের সেরাটাই দিতে হবে। ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

বোলিং কোচ বলেই বোলিং বিভাগে আরও বেশি ধারাবাহিকতা চান ওয়ালশ। বিশেষ করে পেসারদের নিয়ে তার উদ্বিগ্নতাটা বেশি, ‘বোলিং বিভাগের আরও বেশি ধারাবাহিকতা চাই। বিশেষ করে পেসারদের। বেশ কয়েক সফরে ওরা খুব বেশি ধারাবাহিকতা দেখায়নি। আমি চাই সিরিজের চার পেসারই যেন দাঁড়ায়।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই