X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

লড়াইটা সালাহ-রোনালদোরও

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৮, ১৩:২৩আপডেট : ২৬ মে ২০১৮, ১৩:২৬

লড়াইটা সালাহ-রোনালদোরও একজনের ঘরে শোভা পাচ্ছে পাঁচটি ব্যালন ডি’অর, অন্যজন মাত্রই নিজের নাম ছড়িয়ে দিয়েছেন বিশ্বজুড়ে। দুজনকে এক কাতারে দাঁড় করানোটা কঠিনই। কিন্তু যদি চলতি মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়, তাহলে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে নিশ্চিতভাবেই তুলনায় দাঁড় করানো যাবে মোহাম্মদ সালাহকে।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে লিভারপুল। দলীয় লড়াইয়ের মধ্যে ব্যক্তিগত দ্বৈরথটা হবে রোনালদো-সালাহর। মাদ্রিদের ক্লাবটির ফাইনালে ওঠার পেছনে বরাবরের মতো এবারও প্রধান চরিত্র পর্তুগিজ তারকা। অন্যদিকে লিভারপুলের কিয়েভে যাওয়ার নেপথ্যে সবচেয়ে বড় অবদান মিশরীয় ফরোয়ার্ডের। শিরোপা নির্ধারণী ম্যাচেও তাদের দিকে তাকিয়ে থাকবে দল দুটি।

চলতি মৌসুমে দুই তারকাই প্রতিপক্ষদের ভাসিয়েছেন গোল বন্যায়। দুজনই ৪৪ গোল নিয়ে নামতে যাচ্ছেন ফাইনালে। গোলের দিক থেকে তাদের চেয়ে কেবল লিওনেল মেসিই এগিয়ে আছেন ৪৫বার লক্ষ্যভেদ করে।

সালাহ তার গোলের ৮২ শতাংশ করেছেন বাঁ পা দিয়ে। আর রোনালদো তার গোলের ৭১ শতাংশ করেছেন ডান পায়ে। শট নেওয়া ও অ্যাসিস্টের সংখ্যায় এগিয়ে লিভারপুল ফরোয়ার্ড। তবে মিনিট প্রতি গোলের হিসাবে এগিয়ে রোনালদো। পেনাল্টি থেকে গোল করার সংখ্যাতেও এগিয়ে রিয়াল উইঙ্গার, তার ৭ পেনাল্টি গোলের বিপরীতে সালাহর স্পট কিক গোল একটি।

রোনালদো ও সালাহর মিল আছে অবশ্য এক জায়গায়। তারা প্রথম গোল করলেই দল ‘সেইফ’; না জিতুক, অন্তত হারবে না। মিশরীয় ফরোয়ার্ডের গোলে স্কোরের খাতা খুলে লিভারপুল অজেয় ১২ ম্যাচে, যেখানে ৯ জয়ের সঙ্গে তিনটিতে করেছে ড্র। আর রোনালদোর প্রথম গোলে রিয়াল হারেনি ৯ ম্যাচ, যার আটটিতেই জিতেছে, আর ড্র করেছে বাকটিতে।

টানা তৃতীয়বার ফাইনালে খেলতে নামছেন রোনালদো। আগের আসরগুলোর মতো এবারও গোলের পর গোল করে গেছেন পর্তুগিজ তারকা। ফাইনালের আগে ১৪ ম্যাচে তার গোল ১৫। ৫ গোলে এগিয়ে আছেন দ্বিতীয় স্থানে থাকা সালাহ ও তার লিভারপুল সতীর্থ রবের্তো ফিরমিনো (১০) থেকে।

প্রথম খেলোয়াড় হিসেবে পঞ্চম চ্যাম্পিয়নস লিগ জেতার হাতছানি রোনালদোর সামনে। রিয়াল মাদ্রিদের হয়ে গত চার বছরে জিতেছেন তিনটি, আর ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাটেডের হয়ে জিতেছিলেন প্রথম শিরোপা। শুধু আন্দ্রেস ইনিয়েস্তা ও ক্লারেন্স সিডর্ফের চার ফাইনাল খেলা ও জেতার রেকর্ড আছে। কিয়েভের ম্যাচ জিতলে তাদের ছাড়িয়ে অনন্য চূড়ায় বসবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

লিভারপুল সবশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ২০০৫ সালে। এরপর ফাইনালে খেলারই সুযোগ হয়নি কখনও। এই দলের কারোরই নেই ফাইনাল খেলা অভিজ্ঞতা। স্বাভাবিকভাবে সালাহও প্রথমবার নামতে যাচ্ছেন ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে।

মিশরীয় ফরোয়ার্ডের সামনে তাই প্রথম শিরোপা জেতার হাতছানি। বিপরীতে রোনালদোর পঞ্চম শিরোপা জিতে সবাইকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক