X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
৩২ দলের অঙ্ক

স্বাগতিক দেশ, প্রত্যাশা অনেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৮, ১৫:৩১আপডেট : ২৬ মে ২০১৮, ১৮:৩৯

২০১৮ বিশ্বকাপের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবারও অংশ নিচ্ছে ৩২ দল। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। যা শুরু হচ্ছে ‘এ’ গ্রুপে থাকা আয়োজক রাশিয়াকে দিয়ে।

স্বাগতিক দেশ, প্রত্যাশা অনেক বিশ্বকাপের আয়োজক, তাই বাছাই পর্ব খেলতে হয়নি। এতে যেমন সুবিধা আছে, তেমনি আছে অসুবিধাও। সরাসরি বিশ্বকাপের সুযোগ পাওয়ায় অন্যরা যখন বাছাই পর্বে কঠিন ঘাম ঝরিয়েছে, তখন প্রতিযোগিতামূলক ফুটবল থেকে বাইরে থাকতে হয়েছে রাশিয়াকে। তাদের কাজ একটু সহজ হয় ইউরোপ ও লাতিন আমেরিকা অঞ্চলের বড় দলগুলোর বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর। বাছাই পর্ব শেষ করে গত বছরের নভেম্বরে মস্কোতে রাশিয়া খেলেছে আর্জেন্টিনার বিপক্ষে, আর স্পেনের মুখোমুখি হয়েছিল সেন্ট পিটার্সবুর্গে। এ বছরের মার্চে আবার খেলেছে ব্রাজিল ও ফ্রান্সের বিপক্ষে।

২০১৬ সালের ইউরোতে লিওনিদ স্লুতস্কির বাজে ফলের পর নতুন কোচ হিসেবে স্তানিসলাভ চেরচিয়েসোভ দায়িত্ব নিয়ে চেষ্টা চালিয়ে গেছেন ‍নতুন করে দল গড়ে তোলার। সেরা মানের খেলোয়াড়ের অভাব ও অভিজ্ঞ খেলোয়াড়দের অবসরে তারুণ্যনির্ভর স্কোয়াড গড়েছেন তিনি।

একনজরে:

অধিনায়ক: ইগোর আকিনফেভ

কোচ: স্তানিসলাভ চেরচিয়েসোভ

ডাকনাম: স্বোরনাইয়া

র‌্যাংকিং: ৬৬ (জুন ৭ পর্যন্ত)

ফিরে দেখা:

আগস্ট ২০১৬: স্লুতস্কির জায়গায় দায়িত্ব নেন চেরচিয়েসোভ। প্রথম মিশনে তিনি তুরস্কের মাঠ থেকে ফেরেন গোলশূন্য ড্র করে।

মার্চ ২০১৭: নতুন ‍করে বানানো সোচি অলিম্পিক স্টেডিয়ামে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল রাশিয়া। বেলজিয়ামের বিপক্ষে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের দুই গোলে ম্যাচ শেষে করে ৩-৩ সমতায়।

জুন ২০১৭: কনফেডারেশন কাপে গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারেনি তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতে প্রতিযোগিতা শুরু করলেও পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে ও মেক্সিকোর বিপক্ষে হার মানে ২-১ ব্যবধানে।

নভেম্বর ২০১৭: প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে হারে ১-০ গোলে। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে লাতিন আমেরিকার দলটির জয়সূচক গোলটি করেন সের্হিয়ো আগুয়েরো। লুজনিকিতেই এবারের বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে।

রাশিয়ার বিশ্বকাপ গ্রুপ:

বিশ্বকাপের আয়োজকরা রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী সৌদি আরব, মিশন ও উরুগুয়ে।

রাশিয়ার বিশ্বকাপ সূচি:

১৪ জুন সৌদি আরবের বিপক্ষে রাশিয়া নামবে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। পাঁচ দিন পর খেলবে মোহাম্মদ সালাহর মিশরের বিপক্ষে। আর ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।

১৪ জুন: সৌদি আরব

১৯ জুন:  মিশর

২৫ জুন: উরুগুয়ে

ইগোর আকিনফেভ নজরে থাকবেন:

ইগোর আকিনফেভ: এখনও গোলবারের নিচে এক নম্বর পছন্দ। চলতি মৌসুমেও তিনি তার সামর্থ্যের জানান দিয়েছেন ঘরোয়া ফুটবলে। জাতীয় দলের জার্সিতে ১০৪ ম্যাচ খেলা এই গোলরক্ষক খুব কাছেই আছেন রাশিয়ার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা সের্জেই ইগনাশেভিচের (১২০)।

ফুটবল মহাযজ্ঞে থাকছেন না:

চোটের কারণে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে রুসলান কামবোলোভ। রুবিন কাজানের এই ডিফেন্ডারের জায়গায় রাশিয়ার প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ৩৮ বছর বয়সী সের্জেই ইগনাশেভিচ। পায়ের চোটে খেলতে পারছেন না আলেক্সান্দার কোকোরিন।

শক্তি: গোলবারের নিচে ইগোর আকিনফেভ দুর্দান্ত। আক্রমণভাগও বিশ্বকাপের আগে গুছিয়ে নিয়েছেন কোচ স্তানিসলাভ চেরচিয়েসোভ।

দুর্বলতা: রক্ষণ নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তা স্বাগতিকদের।

ভবিষ্যদ্বাণী: নকআউট পর্ব (শেষ ষোলো)।

রাশিয়ার ২৮ সদস্যের প্রাথমিক দল:

গোলরক্ষক: ইগোর আকিনফেভ, ভ্লাদিমির গাবুলোভ, সোসলান জানায়েভ, আন্দ্রেই লুনেভ।

ডিফেন্ডার: ভ্লাদিমির গ্রানাত, ফেয়েদোর কুদ্রিস্রভ, ইলা কুতেপোভ, রোমান নিউসতাদসার, কনসতানসিন রাউশ, অ্যান্দ্রে সিমিয়োনেভ, ইগোর স্মোলনিকোভ, মারিও ফের্নাদেন্স, সের্জেই ইগনাশেভিচ।

মিডফিল্ডার: ইউরি গাজিনিস্কি, আলান জাগোভ, আলেক্সান্দার গোলোভিন, আলেক্সান্দার এরোখিন, ইউরি জিরকোভ, দালের কুজায়েভ, রোমান জোবনিন, আলেক্সান্দার সামেদোভ, আন্তোন মিরানচুক, আলেক্সান্দার তাশিয়েভ, দেনিস চেরিশেভ।

ফরোয়ার্ড: আরতিম জিউবা, আলেকসি মিরানচুক, ফেয়েদোর স্মোলোভ, ফেয়েদোর চালোভ।

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী