X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শুধু রশিদকে নিয়ে ভাবছেন না তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৮, ১৭:৫১আপডেট : ২৬ মে ২০১৮, ১৮:১১

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তামিমের অনুশীলন। ছবি-বিসিবি এবারের আইপিএলের অন্যতম আলোচিত খেলোয়াড় সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খান। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে আলো ছড়িয়ে তিনি প্রায় একাই হারিয়ে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে। জুনের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের জন্য রশিদের নাম বেশ কিছু দিন ধরেই উচ্চারিত হচ্ছে দেশের ক্রিকেট-মহলে। তামিম ইকবাল অবশ্য এই তরুণ লেগস্পিনার নয়, নিজেদের নিয়েই ভাবছেন।

গত বছর বিপিএলের পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তামিমের সতীর্থ ছিলেন রশিদ। আফগান প্রতিপক্ষকে নিয়ে দেশসেরা ওপেনারের বিশ্লেষণ, ‘ওর কুইক আর্ম অ্যাকশন সবচেয়ে কঠিন। আগে ওর অ্যাকুরেসি তেমন ভালো ছিল না। এখন সেখানেও উন্নতি করেছে, এখন সে খুবই অ্যাকুরেট। বিশ্বসেরা ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে খুব ভালো বোলিং করছে। তাই বলে এমন নয় যে ওকে খেলাই যাবে না। আমরা নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারলে যে কোনও বোলিংয়ের মুখোমুখি হওয়াই কঠিন হবে না।’

তবে শুধু রশিদ নয়, নিজেদের নিয়েও ভাবছেন তামিম। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে সে কথাই জানালেন টাইগারদের সফলতম ব্যাটসম্যান, ‘কোনও কিছু নিয়ে বেশি চিন্তা করলে অনেক সময় জানা  জিনিসও ভুল হয়ে যায়। তাই রশিদকে নিয়ে চিন্তা না করে, নিজেদের নিয়ে ভাবাই ভালো হবে আমাদের জন্য। এ মুহূর্তে সে হয়তো বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার। তবে আমরা এমন অনেক চ্যালেঞ্জ জিতেছি এর আগে। আশা করি এবারও জিতবো।’

আর সেই চ্যালেঞ্জে জিততে হলে জ্বলে উঠতে হবে তামিমকে। এই বাঁহাতি ওপেনারের লক্ষ্য, আফগানিস্তান সিরিজে বড় ইনিংস খেলা, ‘অ্যাংকরের ভূমিকা দেওয়া হলে আমাকে সেটাই করতে হবে। প্রথম ৬ ওভারে বেশি শট খেলতে হয়, সুযোগ নিতে হয়। ৬ ওভারের মধ্যে আউট হয়ে গেলে তো কিছু করার নেই। কিন্তু ৬ ওভার টিকতে পারলে আমার লক্ষ্য থাকবে লম্বা ইনিংস খেলা। ইনিংসের ৬ থেকে ১৫ ওভার টি-টোয়েন্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি, আফগানিস্তান সিরিজে লম্বা ইনিংস খেলতে পারবো।’

গত মার্চে ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির ফাইনালে ব্যাটিং করলেও চোটের কারণে ফিল্ডিং করতে পারেননি। দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগ আর বাংলাদেশ ক্রিকেট লিগেও খেলা হয়নি। সেরে উঠে মাঠে ফিরতে পেরে তামিম খুব খুশি, ‘মাঠে ফিরে আমি রোমাঞ্চিত। প্রায় দুই মাস পুনর্বাসনের মধ্যে ছিলাম। আজ (শনিবার) প্রস্তুতি ম্যাচের মতো অনুশীলন করেছি। আমার ফিটনেসের অবস্থা এখন আগের চেয়ে ভালো।’ 

/আরআই/ এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা