X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০
৩২ দলের অঙ্ক

মোহাম্মদ সালাহর মিশর

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৮, ১০:৩০আপডেট : ২৭ মে ২০১৮, ১০:৪৩

মোহাম্মদ সালাহ ২০১৮ বিশ্বকাপের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবারও অংশ নিচ্ছে ৩২ দল। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আজ থাকছে ‘এ’ গ্রুপের মিশরকে নিয়ে-

চেষ্টার কমতি রাখেনি মিশর, কিন্তু বিশ্বকাপের মূল পর্বে কিছুতেই জায়গা পাচ্ছিল না। কয়েক দশক পর অবশেষে সফল হয়েছে তারা। রাশিয়ার ফুটবল মহাযজ্ঞের মূল পর্ব নিশ্চিত করে নিজেদের আরও উপরে নিয়ে যাওয়া লক্ষ্য এখন আফ্রিকার দেশটির। সবশেষ ১৯৯০ সালে বিশ্বকাপে খেলেছে মিশর। ইতালির ওই আসরের পর ছয়বারের চেষ্টায় সফল হয়েছে তারা। প্রত্যেকবার মূল পর্বের কাছে গিয়েও তরী ভিড়াতে পারেনি। ২০১০ বিশ্বকাপেই যেমন আলজেরিয়ার সমান পয়েন্ট পাওয়ার পরও ‘বিরল’ প্লে অফে হেরে হতাশায় ঢেকে যায় মিশরের আকাশ।

এবার আর ফুটবল দেবতা তাদের হতাশ করেননি। ১৯৯০ সালের পর আবারও খেলতে নামতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসরে। মাঝের সময়টাতে অসংখ্য কোচ বদল হয়েছে, যাদের মধ্যে আছেন রুড ক্রল, মার্কো তারদেলি ও বব ব্র্যাডলির মতো কোচেরাও। তাদের ব্যর্থতার বৃত্ত ভাঙেন এক্তর কুপের।

একনজরে:

অধিনায়ক: এসাম এল হাদারি

কোচ: এক্তর কুপের

ডাকনাম: দ্য ফারাওস

র‌্যাংকিং: ৪৬ (জুন ৭ পর্যন্ত)

ফিরে দেখা বাছাই পর্ব:

নভেম্বর ২০১৫: আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে চাঁদের বিপক্ষে ১-০ গোলে হেরে  আরও একবার মিশরের ব্যর্থতার শঙ্কা দিয়েছিল উঁকি। যদিও ফিরতি লেগে ১০ মিনিট লেগেছিল সেই শঙ্কার মেঘ উড়িয়ে দিতে। শেষ পর্যন্ত দুই লেগে মিলিয়ে ৪-১ গোলের জয়ে তৃতীয় রাউন্ডে ওঠে মিশর।

অক্টোবর ২০১৭: জয় পেলেই এক ম্যাচ হাতে রাশিয়া ফুটবল মহাযজ্ঞ নিশ্চিত হয়ে যাবে মিশরের, এই সমীকরণ সামনে নিয়ে নেমেছিল কঙ্গোর বিপক্ষে। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সেই সমীকরণ মিলিয়ে দেন মোহাম্মদ সালাহ। ২-১ গোলের জয়ে ২৮ বছর বিশ্বকাপে খেলার সুযোগ পায় আফ্রিকার দেশটি।

মিশরের বিশ্বকাপ গ্রুপ:

‘এ’ গ্রুপে মিশরের সঙ্গে রয়েছে স্বাগতিক রাশিয়া, দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও এশিয়া অঞ্চলের সৌদি আরব।

মিশরের বিশ্বকাপ সূচি:

১৫ জুন নিজেদের উদ্বোধনী ম্যাচে মিশরের নামবে উরুগুয়ের বিপক্ষে। চার দিন পর প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৫ জুন নামবে তারা সৌদি আরবের বিপক্ষে।

১৫ জুন: উরুগুয়ে

১৯ জুন: রাশিয়া

২৫ জুন: সৌদি আরব

নজরে থাকবেন:

মোহাম্মদ সালাহ: লিভারপুলে স্বপ্নের মতো এক মৌসুম পার করছেন এই ফরোয়ার্ড। ইংলিশ ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলার পথে সবচেয়ে বড় অবদান তার। প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসানো সালাহকে ঘিরেই সব আশা মিশরীয়দের।

এসাম এল হাদারি: ৪৫ বছর বয়সে বিশ্বকাপে খেলতে নামছেন এই গোলরক্ষক। মিশরের জার্সিতে খেলেছেন তিনি ১৪৫ ম্যাচ। মাঠে নামলে তিনিই হবেন বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়।

ফুটবল মহাযজ্ঞে থাকছেন না:

২০১৬ সালে ঘানার বিপক্ষে বদলি হয়ে মাঠ ছাড়ার পর স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছিলেন বাসেম মোরসি। এরপর তাকে শাস্তি দেয় মিশরীয় ফুটবল ফেডারেশন। ওই শাস্তির পর থেকে আর দলে নেই ২৬ বছর বয়সী স্ট্রাইকার।

শক্তি: সালাহকে নিয়ে গড়া আক্রমণভাগ।

দুর্বলতা: রক্ষণভাগ।

ভবিষ্যদ্বাণী: শেষ ষোলো।

২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: এসাম এল হাদারি, শেরিফ একরামি, মোহাম্মদ আওয়াদ, মোহাম্মদ এল শেনায়ি।

ডিফেন্ডার: আহমেদ ফাতে, আহমেদ এলমোহাম্মাদী, মোহাম্মদ আবদেল-শাফি, আহমেদ হেগাজি, ওমর গাবের, আলি গাবর, সাদ সামির, করিম হাফিজ, আয়মান আশরাফ, আরমো তারেক, মাহমুদ হামদি।

মিডফিল্ডার: মোহাম্মদ এলনিনি, আবদুল্লাহ সাইদ, শিকাবালা, ত্রেজিগেত, রামাদান সোবাই, তারেক হামিদ, কাহরাবা, অমর মোরসি, মাহমুদ আবদেল আজিজ।

ফরোয়ার্ড: মোহাম্মদ সালাহ, মারওয়ান মোহসেন, আহমেদ হাসান কুকা, আহমেদ গোমা।

 

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার