X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
ফিরে দেখা বিশ্বকাপ

১৯৫০: মারাকানা ট্র্যাজেডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৮, ২৩:৫৮আপডেট : ২৭ মে ২০১৮, ২৩:৫৮

ঘিগিয়ার গোলে দ্বিতীয় শিরোপা জিতল উরুগুয়ে দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। রাশিয়ায় বসতে যাচ্ছে ফুটবল মহাযজ্ঞের ২১তম আসর। তার আগের প্রতিযোগিতাটিগুলো কেমন ছিল, কারাই বা চ্যাম্পিয়ন হয়েছিল- ফুটবল উৎসবের বানে ভেসে যাওয়ার আগে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক সেখানে-

প্রথম তিনটি আসর হওয়ার পর ১২ বছর নির্বাসিত ফিফা বিশ্বকাপ। কারণটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সারা বিশ্বে যুদ্ধের দামামার মাঝে হয়নি ১৯৪২ ও ১৯৪৬ সালের বিশ্বকাপ। যুদ্ধ শেষে দ্রুত বিশ্বকাপ আয়োজনের তাগাদা অনুভব করেছিল ফুটবলের শীর্ষ সংস্থা। ১৯৪৯ সালে চতুর্থ বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল তারা। কিন্তু আয়োজকের অভাবে সেটা হয়নি। অবশেষে ব্রাজিল সাড়া দেয়। কিন্তু স্বাগতিকরা খুব কাছে গিয়েও হাতছাড়া করে শিরোপা। ওই হারের ব্যথা এখনও বুকে বয়ে বেড়ায় ব্রাজিলিয়ানরা, যা পরিচিত মারাকানা ট্র্যাজেডি নামে। চার দলের চূড়ান্ত পর্বের শিরোপা নির্ধারণী ম্যাচে উরুগুয়ে ২-১ গোলে হারায় ব্রাজিলকে।

এটাই একমাত্র বিশ্বকাপ, যেখানে এক ম্যাচের ফাইনাল হয়নি। প্রথমবার টুর্নামেন্টের শিরোপার নামকরণ হয় জুলে রিমে কাপ, ফিফায় জুলে রিমের প্রেসিডেন্সির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে।

শুরুতে ১৬ দল নিয়ে খেলা হওয়ার কথা ছিল। কিন্তু ভারত, স্কটল্যান্ড ও তুরস্ক নাম প্রত্যাহার করে নেওয়ায় ১৩ দল নিয়ে শুরু হয় প্রতিযোগিতা।

একনজরে:

আয়োজক: ব্রাজিল

মোট দল: ১৩

ভেন্যু: ৬

চ্যাম্পিয়ন: উরুগুয়ে

রানার্স-আপ: ব্রাজিল।

মোট ম্যাচ: ২২

মোট গোল: ৮৮

সর্বোচ্চ গোলদাতা: আদেমির- ৮ গোল (ব্রাজিল)

ফরম্যাট: নাম প্রত্যাহার করে নেওয়ায় ১৩ দলের এই টুর্নামেন্টে দুই গ্রুপ হয় চারটি করে, অন্য দুটি গ্রুপ ছিল তিনটি ও দুটি দলের। রবিন রাউন্ড পদ্ধতিতে খেলা গ্রুপ পর্বে জয়ের জন্য ছিল ২ পয়েন্ট, আর ড্রতে ১ পয়েন্ট। গ্রুপে দলগুলোর পয়েন্ট সমান হলে প্লে অফের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণের নিয়ম ছিল, যদিও সেটা লাগেনি।

প্রত্যেক গ্রুপের একটি করে চ্যাম্পিয়ন দল জায়গা করে নেয় চার দলের চূড়ান্ত পর্বে। যেখানে রাউন্ড রবিন পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন।

গ্রুপ পর্ব: ব্রাজিল, স্পেন, সুইডেন ও উরুগুয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে চার দলের ফাইনাল পর্বে ওঠে। দুই দলের গ্রুপে বলিভিয়ার বিপক্ষে একমাত্র জয়েই চূড়ান্ত পর্বে ঠাঁই পায় উরুগুয়ে।

ফাইনাল: এটাই একমাত্র আসর, যেখানে এক ম্যাচের ফাইনাল খেলা হয়নি। চার দলের চূড়ান্ত পর্বে প্রথম দুই ম্যাচে জিতেছিল ব্রাজিল, আর একটি করে জয় ও ড্র নিয়ে দ্বিতীয় স্থানে ছিল উরুগুয়ে। তাই রিও ডি জেনেইরোতে শেষ দিন যখন তারা মুখোমুখি হয়েছিল, তখন সেটা মর্যাদা পেয়েছিল ‘অলিখিত’ ফাইনালের। ওই ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় প্রথম বিশ্বকাপের বিজয়ী উরুগুয়ে। ১১ মিনিট বাকি থাকতে ঘিগিয়ার লক্ষ্যভেদী শটে মারাকানায় উপস্থিত হাজার হাজার ব্রাজিলিয়ানের হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়