X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

অতৃপ্তি নিয়ে সাকিবের দেশে ফেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ১৫:৩১আপডেট : ২৮ মে ২০১৮, ১৬:১২

সাকিব আল হাসান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে ঢাকা ফিরেছেন সাকিব আল হাসান। সোমবার দুপুরে মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের সরাসরি ফ্লাইটে ঢাকায় পা রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার। আইপিএলে ব্যক্তিগত পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও অতৃপ্তি আছে সাকিবের। প্রায় প্রতি ম্যাচে ব্যাটিংয়ের শুরুটা ভালো করে ইনিংসগুলো লম্বা করতে পারেননি।

রবিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল। ওয়াটসন ঝড়ে উড়ে গেছে তাদের শিরোপা স্বপ্ন। ফাইনালে ব্যাট হাতে ১৫ বলে ২৩ রান করলেও বোলিংয়ে ছিলেন নিষ্প্রভ। ১ ওভারে ১৫ রান দিলেও উইকেট পাননি।

যদিও পুরো টুর্নামেন্টে বল হাতে দারুণ সফল ছিলেন। ১৭ ম্যাচে উইকেট নিয়েছেন ১৪টি। এবারের আসরে তার সেরা বোলিং ফিগার ৩-১৭। ব্যাটিংয়ে সেরা ইনিংস ছিল ৩৫ রানের। ১২১.৩১ স্ট্রাইকরেট ও ২১.৭২ গড়ে ২৩৯ রান এসেছে তার ব্যাট থেকে।

ব্যক্তি পারফরম্যান্সে জ্বল-জ্বলে সাকিব বিমানবন্দরে নিজের মূল্যায়ন করলেন এভাবেই, ‘ভালোই। হয়তো আরও একটু ভালো হতে পারতো। তবে আমি সন্তুষ্ট; দলের ফলাফলের পাশাপাশি আমার পারফরম্যান্সেও।’

তারপরেও অতৃপ্তি আছে সাকিবের! নিজের অতৃপ্তির কথা বলতে গিয়ে সাকিব বলেছেন, ‘ব্যাটিংয়ে কিছুটা অতৃপ্তি আছে। প্রতি ম্যাচে ভালো শুরুর পরেও ইনিংস লম্বা করতে পারিনি। ইনিংসগুলোকে আরও বড় করার সুযোগ ছিল।’

এক জায়গায় টানা এতগুলো ম্যাচ খেলার অভিজ্ঞতা আফগানিস্তান সিরিজে কতখানি কাজে লাগবে? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘একই কন্ডিশন। একই জায়গায় খেলা হবে। অবশ্যই কাজে আসবে। যদিও দেরাদুনে আমাদের কোনও ম্যাচ হয়নি। তারপরেও আমার মনে হয় একই রকম কন্ডিশন হবে। ভারতে সাধারণত যে ধরনের উইকেট থাকে সেরকমই হবে। এই অভিজ্ঞতাটা অবশ্যই কাজে আসবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা