X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

অপেক্ষার প্রহর বাড়লো সাফওয়ানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ১৮:৩১আপডেট : ৩০ মে ২০১৮, ১৮:৩২

আল সাফওয়ান উদ্দিন মাস তিনেক আগের কথা। গত ফেব্রুয়ারিতে জাতীয় বক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন আল সাফওয়ান উদ্দিন। ৬০ কেজি ওজনশ্রেণিতে চ্যাম্পিয়ন হয়ে সবাইকে চমকেও দিয়েছিলেন এই প্রবাসী বক্সার। তখন থেকেই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন তার।

তবে শিগগিরই স্বপ্ন পূরণ হচ্ছে না সাফওয়ানের। আগামী ১৯ থেকে ২৫ জুন মঙ্গোলিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২৭ জুন থেকে ৬ জুলাই থাইল্যান্ডের কিংস কাপে অংশ নেবে বাংলাদেশ। দুই প্রতিযোগিতার জন্য ঘোষিত ট্রায়াল বা প্রাথমিক দলে সাফওয়ানের জায়গা হয়নি।

জাতীয় বক্সিংয়ে সাফল্যের পর থেকে বাংলাদেশ দলে ডাক পাওয়ার অপেক্ষায় ১৯ বছর বয়সী সাফওয়ান। কিন্তু আপাতত সে সম্ভাবনা নেই। সেজন্য তিনি ভীষণ হতাশ। ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করা হলে সাফওয়ান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মাতৃভূমির টানে দেশের হয়ে খেলতে চাই। বাংলাদেশের হয়ে পদক, বিশেষ করে অলিম্পিকে স্বর্ণপদক জয় আমার স্বপ্ন। কিন্তু অনেকবার বক্সিং ফেডারেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ফেডারেশন আমার আহ্বানে সাড়াই দিচ্ছে না।’

বাংলাদেশ বক্সিং ফেডারেশন এখনই সাফওয়ানকে সুযোগ দিতে রাজি নয়। ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম তুহিন বলেছেন, ‘সাফওয়ান আগের কমিটির সময়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। আমাদের কাছে তার পারফরম্যান্স আহামরি বলে মনে হয়নি। তাছাড়া তার বয়সও কম, তাই তাকে এখনই জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না। ট্রায়ালের জন্য অনেক টাকা খরচ করে তাকে দেশে নিয়ে আসাও আমাদের পক্ষে সম্ভব নয়। তার মতো বক্সার বাংলাদেশেই আছে। তবে ভবিষ্যতে তাকে বিবেচনা করা হতে পারে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন