X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘৫ গোলে হারের পরও তাদের লজ্জা নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ১৯:৪৩আপডেট : ৩০ মে ২০১৮, ১৯:৪৪

মেরিনার্সের একটি আক্রমণ ঠেকানোর চেষ্টা আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে হেরে গেলেও তেমন ক্ষোভ প্রকাশ করেননি মাহবুব হারুন। কিন্তু মেরিনার্সের কাছে হারের পর ভীষণ ক্ষুব্ধ আবাহনীর কোচ। সেটাই স্বাভাবিক। প্রিমিয়ার হকি লিগে মোহামেডানের কাছে হার ছিল ২-১ গোলে, আর মেরিনার্সের সঙ্গে ব্যবধান ৫-১! মেরিনার্সের কাছে হারের পর খেলোয়াড়দের আচরণে মাহবুব হারুন রীতিমতো ক্রুদ্ধ।

আগামী শুক্রবার লিগের সেরা পাঁচ দলকে নিয়ে শুরু হবে সুপার লিগ। দুই ম্যাচ হেরে যাওয়ায় আবাহনীর শিরোপা পুনরুদ্ধারের আশা কমই বলা যায়।

অথচ চার বছর পর শিরোপা ফিরে পাওয়ার লক্ষ্যে আকাশি-হলুদ দল এবার সম্ভাব্য সেরা দল গড়েছিল। তবু কেন এমন দুরবস্থা? বাংলা ট্রিবিউনকে আবাহনীর কোচ বললেন, ‘কাগজে-কলমে এবার আমরা সেরা দল, কিন্তু মাঠে তো খেলতে হবে! বিদেশি খেলোয়াড়রা আসার পর টিমের ছন্দ নষ্ট হয়ে গেছে। বিদেশিরা ভালো পারফর্ম করতে পারেনি। অথচ আমাদের প্রত্যেক ভারতীয় ও মালয়েশিয়ান খেলোয়াড়ের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু ঢাকায় এসে তারা কেমন যেন হয়ে গেছে!’

দলের স্থানীয় খেলোয়াড়দেরও আসামীর কাঠগড়ায় তুললেন মাহবুব হারুন, ‘বড় দুই ম্যাচে খেলোয়াড়রা কেমন খেলেছে তা সবাই দেখেছে। আসলে তাদের আত্মসম্মান বলতে কিছু নেই। সর্বশেষ ম্যাচে ৫ গোল হজম করেছে, কিন্তু কোনও লজ্জা নেই তাদের। খেলার পর দেখলাম সব কিছু নরমাল! ক্লাবে ফিরে সবাই সেজে-গুজে বের  হয়ে গেলো। এই হার যে আমাদের জন্য কত বড় লজ্জার সেটা তাদের কে বোঝাবে?’

শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়ায় শিরোপার আশা ছেড়েই দিয়েছেন তিনি, ‘আমাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। ৬ পয়েন্ট পিছিয়ে থেকে তো আর লিগ জেতা যায় না!’ সবশেষে দুই প্রতিপক্ষকে শুভকামনা জানিয়ে মাহবুব হারুনের মন্তব্য, ‘মোহামেডান আর মেরিনার্স ভালো করছে, তাদের বিদেশিরাও ভালো খেলছে। মোহামেডান বা মেরিনার্সই এবার শিরোপা জিতবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!