X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সাকিব-মাশরাফির নির্বাচনে যাওয়া না-যাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৮, ২৩:২৯আপডেট : ৩১ মে ২০১৮, ২৩:৩৫

 

মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান আগামী সংসদ নির্বাচনে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের সম্ভাব্য প্রার্থীতা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। গত মঙ্গলবার (২৯ মে) এ দুই ক্রিকেট তারকার নির্বাচনের প্রার্থী হওয়া নিয়ে গণমাধ্যমকে জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর একদিন পর বৃহস্পতিবার (৩১ মে) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দিলেন অন্য রকম তথ্য। তার ভাষ্য, ‘আগামী বিশ্বকাপের আগে সাকিব ও মাশরাফি রাজনীতিতে সক্রিয় হবেন না।’
সরকারের এ দুই মন্ত্রীর বক্তব্যে এখন তফাৎ শুধু ‘আগামী’ শব্দে। পরিকল্পনামন্ত্রী আগামী নির্বাচনের কথা বললেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন আগামী নির্বাচনের পরের কথা। এর আগে মাশরাফি-সাকিবের নির্বাচন করার তেমন সম্ভাবনা নেই। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘সাকিব আল হাসানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেটের আগে রাজনীতিতে সক্রিয় হবেন না।’
বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে সাকিবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই মুহূর্তে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলের সঙ্গে ভারতে অবস্থান করছেন টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক। কয়েক দিন পরেই তিন ম্যাচের সিরিজ। তাই স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ এই সিরিজ নিয়েই ব্যস্ত সাকিব আল হাসান।
চমকপ্রদ তথ্য হলো রাজনীতিতে জড়িয়ে আগেও একবার শিরোনাম হয়েছিলেন সাকিব আল হাসান। সেবার এমন সংশ্লিষ্টতার খবর তিনি সরাসরি উড়িয়ে দিয়েছিলেন।
মাশরাফি বিন মুর্তজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে আপাতত এখন নীরব থাকাই শ্রেয় মনে করছেন তিনি। তবে তার বাবা গোলাম মুর্তজার বক্তব্যে ভিন্ন ইঙ্গিত মিলেছে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মুর্তজা স্বপন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যদি তাকে (মাশরাফি) মনোনয়ন দেন, তাহলে মাশরাফির ‘না’ বলার সুযোগ নেই।”
মাশরাফি নিজের মুখে এখনও কিছু না জানালেও তার জেলা নড়াইলের সাধারণ মানুষ এমন খবরের পর নতুন স্বপ্নে বিভোর। জেলায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে জনকল্যাণকর কাজ করার যথেষ্ট উদাহরণ আছে তার। তাই এমন খবরে জেলার বাসিন্দাদের বিশ্বাস, নির্বাচনে প্রার্থী হলে অবশ্যই জিতবেন তিনি। মাশরাফির মতো সাকিবের জেলা মাগুরাতেও লেগেছে এমন ছোঁয়া।
তবে নিশ্চিতভাবে কোনও তথ্য না পাওয়ায় সাকিব ও মাশরাফির নির্বাচনে যাওয়া না-যাওয়া সংশয়ের বেড়াজালেই আটকে রইলো!

/এফআইআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়