X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ত্রিনিদাদ টেস্টে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০১৮, ১২:৪৭আপডেট : ০৭ জুন ২০১৮, ১৩:২৩

হোল্ডার ও ডাউরিচের ৯০ রানের জুটি বাঁচিয়েছে উইন্ডিজকে দক্ষতার সঙ্গে সারা সকাল বল করেছেন সুরাঙ্গা লাকমল; আর দিন জুড়ে আগ্রাসী ছিলেন লাহিরু কুমারা। কিন্তু জেসন হোল্ডার ও শেন ডাউরিচের ৯০ রানের ষষ্ঠ উইকেট জুটিতে প্রথম দিন কিছুটা হাসি ফুটিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মুখে। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিনিদাদ টেস্টে ৬ উইকেটে ২৪৬ রানে দিন শেষ করেছে ক্যারিবিয়ানরা।

উদ্বোধনী টেস্টে বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। তিন বছর পর দলে যোগ দেওয়া ডেভন স্মিথ ওপেনিং করেন ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে। লাকমল তৃতীয় ওভারে ফেরান ব্র্যাথওয়েটকে (৩)। ‘অলসতা’ করায় রান আউট হতে হয়েছে ডেভনকে (৭)।

সকালের সেশনে আরও একটি উইকেট হারায় উইন্ডিজ। শাই হোপের সঙ্গে ৪০ রান যোগ করে কুমারার শিকার হন কিয়েরন পাওয়েল। ৬৮ বলে ৬ চারে ৩৮ রান করেন তিনি।

স্বাগতিকদের বিপদে ফেলেছিলেন কুমারা দ্বিতীয় সেশনে হোপ ৯ বাউন্ডারিতে ৪৪ রান করেন। বড় ইনিংস খেলতে পারেননি রোস্টন চেজ (৩৮)। অবশ্য প্রথম দুই সেশনে দ্রুত উইকেট হারানোর পর স্বাগতিকরা শেষ সেশনে সতর্ক ব্যাটিং করেছে। চা বিরতির পর কেবল এক উইকেট হারায় তারা।

হোল্ডার ও ডাউরিচ শক্ত হাতে প্রতিরোধ গড়েন। হোপের মতো হাফসেঞ্চুরি না হওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে হোল্ডারকে। অধিনায়ক ৪০ রান করেন ৪টি বাউন্ডারিতে। তারপর দেবেন্দ্র বিশুকে নিয়ে দিন পার করেছেন ডাউরিচ। ৫টি চারে ৪৬ রানে অপরাজিত আছেন তিনি। ৩২ বল খেলেও রানের খাতা খোলেননি বিশু।

কুমারা ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। একটি করে উইকেট নেন হেরাথ ও লাকমল। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট