X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ফেনোমেনন’ রোনালদোকে দেখে ব্রাজিল-ভক্ত তামিম

রবিউল ইসলাম
১৪ জুন ২০১৮, ১১:০৫আপডেট : ১৪ জুন ২০১৮, ১৩:১২

তামিম ইকবাল (ছবি: সাজ্জাদ হোসেন)

রোনালদো লুইস নাজারিও দি লিমা ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল তারকা। চারটি বিশ্বকাপে অংশ নিয়ে ১৫টি গোল করা ব্রাজিলিয়ান তারকা ‘দ্য ফেনোমেনন’ নামে পরিচিত ফুটবল দুনিয়ায়। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদোর বিশাল ভক্ত তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের ব্রাজিলকে সমর্থনের দুটি কারণ—এক. রোনালদো, দুই. পারিবারিক।

তামিমের বাবা প্রয়াত ইকবাল খান ছিলেন ফুটবলার। ঢাকা ও চট্টগ্রাম লিগে খেলেছেন দাপটের সঙ্গে। বাবার মতো ফুটবলের পথে হাঁটেননি তামিম। বরং চাচা আকরাম খানের পথ অনুসরণ করে ছেলেবেলায় হাতে তুলে নিয়েছিলেন ক্রিকেট ব্যাট। তবে ক্রিকেটার হলেও ফুটবল-প্রেমে ঘাটতি নেই তামিমের। বিশেষ করে বিশ্বকাপ এলে তিনি ডুবে যান ফুটবলে, সোচ্চারে সমর্থন করেন প্রিয় দল ব্রাজিলকে। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘ব্রাজিল সাপোর্ট করি পারিবারিক কারণে। আমার আব্বা ব্রাজিলের সাপোর্টার ছিলেন। চাচারাও ব্রাজিলের সাপোর্টার। তাই আমার সমর্থনও ব্রাজিলের দিকে।’

তবে শুধু পরিবারের জন্য নয়, ব্রাজিল-প্রীতির আরেকটা কারণও আছে। কী কারণ? তামিম হেসে জানালেন, ‘আমি ব্রাজিলের রোনালদোর অনেক বড় ভক্ত। ওর অনেক খেলা দেখেছি। ওর মতো খেলোয়াড় কমই আছে। সত্যি কথা বলতে কি, রোনালদোর ভক্ত না হলে আমার ব্রাজিল সমর্থনে হয়তো এতটা আবেগ মিশে থাকতো না।’

জাতীয় ক্রিকেট দলের বেশিরভাগ খেলোয়াড় আর্জেন্টিনার সমর্থক। যে কারণে ব্রাজিল সমর্থকদের কোণঠাসা হয়ে থাকতে হয়। ড্রেসিংরুমে ‘তিক্ত’ অভিজ্ঞতা নিয়ে তামিমের মন্তব্য, ‘আমাদের ড্রেসিংরুমে ব্রাজিলের সাপোর্টার কম। আমরা ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনা ভক্তদের কাছ থেকে শুধু গালি খাই।’

শুধু ‘ফেনোমেনন’ রোনালদো নয়, ক্রিস্তিয়ানো রোনালদোরও ভক্ত তামিম। রিয়াল মাদ্রিদও তার প্রিয় দল। তবে দেশের প্রসঙ্গ উঠলে ব্রাজিল ছাড়া আর কিছু ভাবতে পারেন না তিনি, ‘দেশ হিসেবে আমার একমাত্র পছন্দ ব্রাজিল। ব্রাজিলকেই সাপোর্ট করবো সব সময়। ব্রাজিলকে সাপোর্ট করা নিয়ে কত হৈ চৈ হয় আমাদের মধ্যে। মাশরাফি ভাই তো প্রায়ই খোঁচায়। যদিও আমার সঙ্গে পারে না!’

বিশ্বকাপে ব্রাজিল পাঁচবার চ্যাম্পিয়ন, আর আর্জেন্টিনা দুবার। এটাকে ‘অস্ত্র’ বানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে তর্কে মেতে ওঠেন তামিম, “গত বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর খুব খারাপ লেগেছিল। এ নিয়ে আর্জেন্টিনার কোনও সমর্থক কিছু বললে উল্টো তাকে বলি, ‘পরের বিশ্বকাপ থেকেও যদি জিততে শুরু করেন, আমাদের সমান হতে ১২ বছর লাগবে। ওই লেভেলে আসেন, তারপর কথা হবে।”

এবার চ্যাম্পিয়ন হবে কে? তামিম প্রিয় দল ছাড়া আর কারও কথা ভাবতেই পারছেন না, ‘ব্রাজিল অবশ্যই হট ফেভারিট। এবার ব্রাজিলের শিরোপা জয়ের জোরালো সম্ভাবনা। আমি তো বিশ্বকাপ শুরুর জন্য উন্মুখ হয়ে আছি।’

/এএআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী