X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পর্তুগালের আলো ক্রিস্তিয়ানো রোনালদো

খালিদ রাজ
১৪ জুন ২০১৮, ১৩:১৭আপডেট : ১৪ জুন ২০১৮, ১৪:৫২

পর্তুগালের আলো ক্রিস্তিয়ানো রোনালদো স্পোর্তিং লিসবনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ। ডাগ-আউটে দায়িত্বে থাকা স্যার অ্যালেক্স ফার্গুসন বিস্ময়ভরা নয়নে দেখলেন বছর ১৭’র এক তরুণকে। তার ড্রিবলিং ও গতিতে এতটাই মুগ্ধ হলেন ম্যানইউ কোচ, ওই খেলোয়াড়কে তার চাই-ই চাই। ফার্গুসনের হাত ধরে ওল্ড ট্র্যাফোর্ডে আসা সেই তরুণ নিজের প্রতিভার আলো ছড়িয়ে ফুটবল বিশ্বের কাছে পরিণত হলেন সময়ের সেরা খেলোয়াড়ে।

ফুটবলের সামান্যতম খোঁজ-খবর রাখেন যারা, তাদের কাছে ক্রিস্তিয়ানো রোনালদোর ক্যারিয়ারের দিক পাল্টে যাওয়া এই ঘটনা অজানা থাকার কথা নয়। পর্তুগিজ তারকা নিজেও গোপন করতে খুব একটা পছন্দ করেন না। স্পষ্টবাদী বলেই হয়তো নিন্দুকের অভাব নেই তার। সেই যাই হোক, সমালোচকরা তাদের কথার তীরে যতই বিদ্ধ করে চান না কেন, একেবারে দাঁতভাঙা জবাব দিতে তার জুড়ি নেই।

‘রোনালদোর ক্যারিয়ার শেষ’- ফর্মহীনতায় ভোগা পর্তুগিজ যুবরাজকে নিয়ে যখনই কথা উঠেছে, তখনই ফিরে এসেছেন ঝড়ো হাওয়ার বেগে। বুক চিতিয়ে লড়াই করে উড়ে চলার পরিধি করেছেন বিশাল। হার তিনি কখনোই মানেন না, তাই তো সাফল্য পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা, ইউরোপিয়ান প্রতিযোগিতাটির হ্যাটট্রিক শিরোপা জিতে নামতে যাচ্ছেন বিশ্বকাপে।

বরাবরের মতো এবারও রিয়াল মাদ্রিদের ইউরোপিয়ান সাফল্যে সবচেয়ে বেশি অবদান রোনালদোর। গোলের পর গোল করে প্রতিপক্ষদের বিধ্বস্ত করে দলের এগিয়ে যাওয়ার পথ করেছেন সুগম। অথচ এই ‘গোলমেশিন’ রোনালদো কিন্তু সহজাত স্ট্রাইকার নন, উইং দিয়ে আক্রমণে উঠে সতীর্থদের সাহায্য করার মধ্য দিয়েই শুরু হয়েছিল তার ফুটবল ক্যারিয়ার।

২০০৬ সালের জার্মানির প্রতিযোগিতা দিয়ে বিশ্বকাপে অভিষেক হওয়া রিয়াল তারকা এবার চতুর্থবার নামছেন ফুটবল মহাযজ্ঞে। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ স্মরণীয় হয়ে আছে রোনালদোর জন্য। লুই ফিলিপে স্কলারির অধীনে সেবার পর্তুগিজরা খেলেছিল সেমিফাইনাল, শেষ পর্যন্ত চতুর্থ হয়ে বিশ্বকাপ শেষ করে ‘সোনালি প্রজন্মের’ পর্তুগাল। জার্মানির আসরে উইংয়ে আলো ছড়ানো রোনালদো তার বিশ্বকাপ গোলও পেয়ে গিয়েছিলেন ইরানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে। যদিও ২০১০ ও ২০১৪ বিশ্বকাপটা ভালো যায়নি পর্তুগাল ও তার।

ব্রাজিলের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ‘সেলেকাও’রা এবার নামছে নতুন স্বপ্ন নিয়ে। আর সেই স্বপ্নটা রোনালদোকে কেন্দ্র করেই। রিয়াল তারকার হাত ধরে ২০১৬ সালে ফুটবলের বড় কোনও শিরোপা ঘরে তুলেছে পর্তুগাল। স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে ইউরো জয়ের উল্লাসে মেতেছিল পর্তুগিজরা। শুধু ক্লাবেই যে নয়, জাতীয় দলের জার্সিতেও রোনালদো অনন্য, সেটারই প্রমাণ মেলে ২০১৬ সালের ইউরোতে। নিজে ৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন আরও ৩ গোল।

স্বপ্নের মতো কাটা ইউরোতে কষ্টেরও সীমা ছিল না রোনালদোর। শিরোপা উৎসবের আগে তাকে চোটের যন্ত্রণা নিয়ে ছাড়তে হয়েছিল মাঠ। ২৫ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও ডাগ-আউটে সতীর্থদের উজ্জীবিত করতে সারাক্ষণ ব্যস্ত ছিলেন তিনি। বৃথা যায় এ চেষ্টা, ইউরো জিতে নতুন ইতিহাস লিখেন সাবেক ম্যানইউ তারকা।

ইউরো জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে পর্তুগাল। আবারও তাদের স্বপ্ন রোনালদোকে ঘিরে। তিনি নিজেও তো স্বপ্ন দেখতে ভালোবাসেন, এবং স্বপ্নপূরণ করেই হন শান্ত। অধরা বিশ্বকাপ স্বপ্নটা কি পূরণ হবে না রোনালদোর? উত্তরটা সময়ের হাতে তোলা।

পর্তুগালের জার্সিতে:

ম্যাচ: ১৫০

গোল: ৮১

বিশ্বকাপ ম্যাচ: ১৩

বিশ্বকাপ গোল: ৩

/কেআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা