X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বল টেম্পারিংয়ের অভিযোগে শ্রীলঙ্কার ৫ রান পেনাল্টি

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০১৮, ১৫:২৫আপডেট : ১৭ জুন ২০১৮, ১৭:০৬

আবারও ক্রিকেটে বল টেম্পারিং বিতর্ক অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের বাতাস এখনও থামেনি, এর মধ্যেই আবার সেন্ট লুসিয়া টেস্টে আলোচনায় একই ইস্যু। শ্রীলঙ্কার বিরুদ্ধে বল টেম্পারিংয়ে অভিযোগ উঠেছে। আর এজন্য তাদের ৫ রান পেনাল্টি করেছে আইসিসি।

সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার ফুটেজ দেখে ম্যাচ অফিসিয়ালরা নিশ্চিত হয়েছেন, বল বিকৃতি করেছে শ্রীলঙ্কা। তাই তৃতীয় দিনের খেলা শুরুর আগে সফরকারীদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলা হয় এবং নতুন বল নিয়ে খেলা শুরুর সিদ্ধান্ত  নেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শ্রীলঙ্কা তৃতীয় দিনে মাঠে নামতে অস্বীকৃতি জানায়।

আগের দিন বৃষ্টি ও আলোর স্বল্পতার কারণে তৃতীয় দিনে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে খেলা শুরুর কথা ছিল। সাড়ে ৯টায় দুই আম্পায়ার ও ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান ডেভন স্মিথ ও সাই হোপ মাঠে নামলেও আসেনি শ্রীলঙ্কা দল। দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড এবং ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক দিনেশ চান্ডিমালের সঙ্গে দীর্ঘ আলোচনা করার পর অবশেষে ১০-৫০ মিনিটে মাঠে আসে শ্রীলঙ্কা।

কিন্তু ৫ রান পেনাল্টির কথা শুনে আবারও মাঠ ছেড়ে বেরিয়ে যান চান্ডিমাল। এরপর আরেক দফা আলোচনা শেষে অতঃপর সাড়ে ১১টায় শুরু হয় সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের খেলা।

মাঠের এই বিতর্কের সঙ্গে দুই দলের পারফরম্যান্সে জমে উঠেছে সেন্ট লুসিয়া টেস্ট। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট ২৫৩ রানে। ওয়েস্ট ইন্ডিজকেও বেশি দূর যেতে দেয়নি লঙ্কানরা, অলআউট করে দিয়েছে ৩০০ রানে। এরপর দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে করেছে ৩৪ রান। যাতে ১৩ রানের লিড পেয়েছে সফরকারীরা।

প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টে তাই ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে দিনেশ চান্ডিমালরা। যদিও ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি, ক্যারিবিয়ান পেসারদের সামনে সামনে ২৫৩ রানেই গুটিয়ে গেছে তারা। শ্যানন গ্যাব্রিয়েল (৫/৫৯) ও কেমার রোচের (৪/৪৯) তোপের সামনে দিনেশ চান্ডিমাল ১১৯ রানের ইনিংস না খেলবে বড় বিপদেই পড়তো সফরকারীরা। লঙ্কান অধিনায়ক পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।

ওয়েস্ট ইন্ডিজ অবশ্য লঙ্কানদের স্কোর টপকে লিড নিয়েছিল প্রথম ইনিংসে। ডেভন স্মিথ ও শেন ডওরিচের হাফসেঞ্চুরিতে ৩০০ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। স্মিথের ব্যাট থেকে আসে ৬১ রান, আর ডওরিচ খেলেন ৫৫ রানের ইনিংস। তাদের সঙ্গে রোস্টন চেসের ৪১, কিয়েরন পাওয়েলের ২৭ ও ক্রেইগ ব্র্যাথওয়েটের ২২ রানের ইনিংসে লিড নেয় স্বাগতিকরা।

ক্যারিবিয়ানদের ৩০০ রানে আটকে রাখার পথে লাহিরু ‍কুমারা ৮৬ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। সুরঙ্গা লাকমালের শিকার ২ উইকেট।

তৃতীয় দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। দিনের একেবারে শেষ মুহূর্তে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন কুশল পেরেরা। তৃতীয় দিনের খেলা শুরু করবেন মাহেলা উদাওয়াত্তে (১১*) ও নাইটওয়াচম্যান কুশান রাজিথা (০*)। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী