X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সালাহকে আটকাতে আত্মবিশ্বাসী রাশিয়া কোচ

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৮, ২০:৫৯আপডেট : ১৮ জুন ২০১৮, ২০:৫৯

সালাহকে আটকাতে আত্মবিশ্বাসী রাশিয়া কোচ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৫-০ গোলে জয় উৎসব করেছিল রাশিয়া। কোচ স্তানিস্লাভ চেরচিয়েসোভের বিশ্বাস, এটা ধরে রাখবে তার দল। পরের চ্যালেঞ্জে মিশরকে ভোগাতে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে স্বাগতিকরা।

মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া মুখোমুখি হবে উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা মিশর। ওই ম্যাচে ফিট থাকলেও ঝুঁকি নিতে চাননি বলে সালাহকে রাখেননি কোচ। তবে রাশিয়ার বিপক্ষে তাকে একাদশে দেখার আভাস মিলেছে। তাই সাফল্য ধরে রাখতে লিভারপুল ফরোয়ার্ডকে আটকানোর পরিকল্পনা চেরচিয়েসোভের।

দ্বিতীয় ম্যাচে সালাহ ফিট- এই খবর শোনার পর সংবাদ সম্মেলনে চেরচিয়েসোভের বক্তব্যে ঘুরেফিরে এলেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। দলের ওপর আস্থা রেখে রাশিয়া কোচ বলেছেন, ‘আমি কী বলতে পারি? আমার দলের ওপর আস্থঅ আছে। আমার খেলোয়াড়দের আমি বিশ্বাস করি এবং একটা সহজ উত্তর আপনাদের দিব- আমরা এটা করতে প্রস্তুত এবং করব।’

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ অধিনায়কের চ্যালেঞ্জে ইনজুরিতে পড়ে ছিটকে যান লিভারপুলের প্রাণভোমরা। সালাহ মাঠে ফিরলে তাকে আটকাতে কি ‘ইচ্ছা করে’ এমন আগ্রাসী কৌশলের দিকে যাবে রাশিয়া? চেরচিয়েসোভের জবাব, ‘রামোসের মতো আচরণ কি কেউ করবে? আমি প্রশ্নটা বুঝিনি। আমি দেখলাম চ্যাম্পিয়নস লিগে সে কাপ ধরে আছে, কাল (মঙ্গলবার) তো কোনও কাপ থাকবে না। আমি বিশ্বাস করি রামোস উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এটা করেনি। এই খেলায় গায়ে গা লাগতে পারে। আমি মনে করি, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ অন্য দলের কাছে ইনজুরিতে পড়ে না।’

রাশিয়ার রক্ষণভাগ অতিক্রম করলেও সালাহর সামনে শেষ বাধা হয়ে দাঁড়াবেন গোলরক্ষক ও অধিনায়ক ইগোর আকিনফেভ। বারবার সালাহকে নিয়ে প্রশ্ন ওঠায় সংবাদ সম্মেলনে একটু বিরক্ত কোচের পাশে বসা এই রুশ তারকা, ‘সবার প্রথমে আমি আপনাদের বলব আমার দল সম্পর্কে। আমি বিশ্বাস করি রাশিয়ান দলের প্রতি আমাদের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। আমাদের নিজস্ব পরিকল্পনা ও মিশন আছে। আর আমাদের বিপক্ষে কেবল সালাহ খেলবে না। তাদের দলে আরও ২০ জনের বেশি খেলোয়াড় আছে। আমরা দেখব কী হয়।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ