X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মেসিকে থামাতে আইসল্যান্ডে অনুপ্রাণিত ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৮, ২২:১৪আপডেট : ১৮ জুন ২০১৮, ২২:১৪

দিয়ান লভরেন বিশ্বকাপের প্রথম ম্যাচে লিওনেল মেসি ছিলেন আইসল্যান্ডের কাছে ‘বোতলবন্দী’। মুগ্ধ করার মতো কোনও পারফরম্যান্স দেখা যায়নি আর্জেন্টিনা অধিনায়কের কাছ থেকে। এমনকি পেনাল্টি মিসের হতাশা ভর করেছে তার ঘাড়ে। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ক্রোয়েশিয়াকে অনুপ্রাণিত করছে আইসল্যান্ডের ‘মেসিকে থামানোর কৌশল’।

আগামী ২১ জুন নোভগোরদে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা। ‘জাদুকর’ মেসির দলকে মোকাবিলার আগে আইসল্যান্ডে উজ্জীবিত ক্রোয়েটরা। ডিফেন্ডার দিয়ান লভরেনের জিজ্ঞাসা, আইসল্যান্ড মেসিকে আটকাতে পারলে তারা কেন নয়?

নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে ‘ডি’ গ্রুপের শীর্ষে ক্রোয়েশিয়া। আর ১-১ গোলে ড্র করে সমান এক পয়েন্ট নিয়ে আইসল্যান্ডের পরে তৃতীয় স্থানে আর্জেন্টিনা। বিশ্বকাপে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প দেখছে না তারা। এজন্য জ্বলে উঠতে হবে মেসিকে। কিন্তু তাকে থামাতে প্রস্তুত ক্রোয়েশিয়া।

মেসির প্রতি শ্রদ্ধা রেখে লিভারপুল সেন্টার ব্যাক লভরেন বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তাদের আছে, সম্ভবত সেরা- মেসি। কিন্তু আইসল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচ দেখলে বোঝা যাবে, তারা দারুণ করেছিল এবং দেখিয়ে দিয়েছে কীভাবে তাকে প্রতিহত করা যায়।’

বার্সেলোনা ফরোয়ার্ডকে থামাতে পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে মনে করেন লভরেন, ‘একজন খেলোয়াড় দিয়ে তাকে থামানো যাবে না, একটি দল হিসেবে কাজ করতে হবে। আইসল্যান্ড সেটা দেখাল।’

আর্জেন্টিনার মতো বড় দল ও মেসির মতো তারকার মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছেন ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডার, ‘আমরা জানি বড় দলগুলোর বিপক্ষে কীভাবে খেলতে হয়। আমরা তাদের নিয়ে ভীত নই। বিশ্বের বড় খেলোয়াড়দের বিপক্ষে খেলতে পারা সম্মানের, অবশ্যই। কয়েক সপ্তাহ আগে ক্রিস্তিয়ানো রোনালদোর (চ্যাম্পিয়নস লিগ ফাইনাল) বিপক্ষে খেলেছিলাম, দুই সপ্তাহ আগে নেইমারের বিপক্ষে (প্রীতি ম্যাচ) এবং এখন মেসি। এটা এমন কিছু যা শৈশব থেকে চায় যে কেউ।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা