X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জাপানের কলম্বিয়া পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৮, ১২:৩৭আপডেট : ১৯ জুন ২০১৮, ১৮:৩৪

 

অনুশীলনে কলম্বিয়া।

মঙ্গলবার ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নামবে জাপান ও কলম্বিয়া। এশিয়ান পরাশক্তি জাপান খেলবে ব্রাজিল বিশ্বকাপে আলো ছড়ানো হামেস রদ্রিগেসের কলম্বিয়ার সঙ্গে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা, সনি টেন টু ও টেন থ্রি চ্যানেল।

জাপান ১৯৯৮ সাল থেকে নিয়মিত সবক’টি আসরে খেললেও তাদের সামনে কঠিন পরীক্ষা কলম্বিয়া। সামুরাই ব্লুদের টেক্কা দিতে হবে গত আসরের সর্বোচ্চ গোলদাতা হামেস রদ্রিগেস ও রাদামেল ফালকাওদের। গত আসরে এই কলম্বিয়ার কাছেই অসহায় ছিল জাপান। গ্রুপ পর্বে তাদের ৪-১ গোলে হারিয়েছিল লাতিন আমেরিকার দেশটি।

তবে দেশটা জাপান বলেই তাদের শক্তিমত্তা সম্পর্কে অবগত কলম্বিয়ানরা। ম্যাচের আগে সতর্ক দলটির ফরোয়ার্ড লুইস মুরেল জানালেন জাপানকে আটকাতে নিজেদের পরিকল্পনার কথা, ‘জাপানের মূল শক্তির জায়গা হলো গতি। ওরা রক্ষণ থেকে আক্রমণে দ্রুত অথবা আক্রমণ থেকে রক্ষণে দ্রুত ঢুকে যেতে পারে। আমাদের লক্ষ্য থাকবে ওদের এই দ্রুততায় বাধা সৃষ্টি করা, যাতে করে আমরা পাল্টা আক্রমণ ও জায়গা তৈরি করতে পারি।’

উল্টো দিকে রাদামেল ফালকাও গত আসরে চোট নিয়ে দর্শক ছিলেন বিশ্বকাপে। এবার তাই ভিন্ন কিছু উপহার দিতেই চাইবেন দেশকে। প্রাণভোমরা রদ্রিগেসের দিকেও তাকিয়ে থাকবে তার দল। কারণ, হোসে পেকেরমানের দলকে রাশিয়ার আসরের মূল পর্বে তোলার পথে হামেস করেছেন ৬ গোল। ব্রাজিল বিশ্বকাপের মূলমঞ্চেও ছয়বার লক্ষ্যভেদ করেছিলেন। হয়েছিলেন ২০১৪ সালের আসরের সর্বোচ্চ গোলদাতা। সেবার কলম্বিয়ার খেলা পাঁচ ম্যাচের সবক’টিতে গোল করেছিলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে তার ফিটনেস নিয়ে সংশয়ে আছেন কোচ পেকেরমান। পেশীর চোটে ম্যাচের শেষদিকেই তার ফিটনেস নিয়ে সিদ্ধান্ত আসার কথা।

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন