X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কী আছে হকি লিগের ভাগ্যে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৮, ১৮:১১আপডেট : ১৯ জুন ২০১৮, ১৮:১৫

মাঠ থেকে বেরিয়ে আসছেন দুই আম্পায়ার প্রিমিয়ার হকি লিগে গণ্ডগোল নতুন কিছু নয়। এবারের লিগও তার ব্যতিক্রম নয়।

গত ৭ জুন লিগের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান ও মেরিনার্স। ম্যাচটি ড্র হলে শিরোপা জিততো মোহামেডান। আর মেরিনার্স জিতলে আবাহনী-মোহামেডান-মেরিনার্সের পয়েন্ট সমান হওয়ার কারণে প্লে-অফের লড়াইয়ে নামতে হতো তিন দলকে।

সেদিন ম্যাচের তৃতীয় মিনিটে ভারতীয় খেলোয়াড় গুরজিন্দার সিংয়ের গোলে এগিয়ে যায় মোহামেডান। এরপর ৪৪ মিনিটে মেরিনার্সের গোলকে কেন্দ্র করে বাধে গণ্ডগোল।

রেজাউল করিম বাবুর লং বল থেকে শফিউল আলম শিশিরের ফ্লিক পোস্টে ঢুকলে গোলের বাঁশি বাজান আম্পায়ার। কিন্তু ডি-বক্সে থাকা শিশিরের স্টিকে বল লাগেনি দাবি করে রিভিউ নেয় মোহামেডান। এ নিয়ে দুই পক্ষের তর্ক-বিতর্কের মাঝে মাঠ ছেড়ে চলে যান দুই বিদেশি আম্পায়ার। অবশ্য কর্মকর্তাদের অনুরোধে কিছুক্ষণ পর মাঠে প্রবেশ করেন তারা।

অনেক দেন-দরবারের পর মেরিনার্সের পক্ষে আবার গোলের বাঁশি বাজে। এরপর  দুই দলকে ওয়ার্ম-আপ করার জন্য ১০ মিনিট সময় দেন আম্পায়াররা। এ সময় মোহামেডান ফের গোল বাতিলের দাবি জানালে আবার বাধে গোলমাল। ১৮ মিনিট পেরিয়ে যাওয়ায় মেরিনার্স আর খেলতে রাজি হয়নি। প্রায় দেড় ঘণ্টা টানাপোড়েনের পর দুই আম্পায়ার আবার মাঠ ছেড়ে চলে যান। এরপর আর খেলা হয়নি, তাই শিরোপা নির্ধারণও হতে পারেনি।

প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও লিগ কমিটি বা হকি ফেডারেশন সিদ্ধান্ত নিতে পারেনি এ বিষয়ে। ম্যাচটি কি নতুন করে শুরু হবে? নাকি যেখানে থেমেছিল সেখান থেকেই শুরু হবে? প্রশ্নগুলো ঘুরছে হকি অঙ্গনে। গতবারের চ্যাম্পিয়ন মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান বাংলা ট্রিবিউনকে ক্ষোভের সঙ্গে  বলেছেন, ‘এটা খুব দুঃখজনক। বাইলজে আম্পায়ারের রিভিউ নেওয়ার সিস্টেম নেই। তারপরও ফেডারেশনের অনুরোধে আমরা তা মেনে নিয়েছিলাম। তবু কেন খেলা হলো না বুঝতে পারছি না।’

তার দাবি, ‘অবশ্যই লিগ যে কোনও মূল্যে শেষ করতে হবে, সব রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিতে হবে। আবার ম্যাচ হওয়ার সুযোগ নেই। সবাই দেখেছে মাঠে কী হয়েছে। মোহামেডান রিফিউজ টু প্লে করেছে, ২২ মিনিট সময় নষ্ট করেছে। নিয়ম অনুযায়ী, আমাদের বিজয়ী ঘোষণা করতে হবে।’

মোহামেডানের কোচ মওদুদুর রহমান শুভ সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করছেন, ‘রিফিউজ টু প্লে তো মেরিনার্স করেছে। তারা না খেলে মাঠ থেকে বের হয়ে গেছে। ওই অবস্থায় খেলা শেষ হলে তো আমরা লিগ চ্যাম্পিয়ন, আবার ড্র থাকলেও আমরাই সেরা। বাইলজ তো তাই বলে। দেখা যাক, সবার রিপোর্ট দেখে ফেডারেশন কী করে! তবে একটা ব্যাপার পরিষ্কার, বিষয়টা  নির্বাহী কমিটির সভা পর্যন্ত গড়াবে।’

লিগ কমিটির সম্পাদক মইনুজ্জামান পিলা এখনও মোহামেডান-মেরিনার্স ম্যাচের রিপোর্ট হাতে পাননি। তার কথা, ‘এখনও সব রিপোর্ট আমাদের হাতে আসেনি। ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক দেশের বাইরে আছেন। সব রিপোর্ট হাতে পেলেই আমরা সভায় বসবো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক