X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় পরিবর্তন আনছে আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৮, ২১:৫৯আপডেট : ১৯ জুন ২০১৮, ২১:৫৯

ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় পরিবর্তন আনছে আর্জেন্টিনা! বিশ্বকাপে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্রর পর শঙ্কায় আর্জেন্টিনা। টিকে থাকতে ক্রোয়েশিয়ার বিপক্ষে জেতার বিকল্প নেই তাদের সামনে। এই ম্যাচকে ঘিরে দলে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছেন কোচ হোর্হে সাম্পাওলি।

আইসল্যান্ডের সঙ্গে ড্রর পর দলের অনুশীলন সেশনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সোমবার ভিন্ন কৌশলে দল সাজানোর চেষ্টা করেছেন সাম্পাওলি। কোচ পরীক্ষা করেছেন তিনজন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে- গাব্রিয়েল মেরকাদো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো। প্রথম ম্যাচে চার জনের রক্ষণভাগে থাকা মার্কোস রোহোর জায়গায় ছিলেন মেরকাদো।

অনুশীলনে আরেকটি পরিবর্তন ছিল চোখে পড়ার মতো। দুই মিডফিল্ডার লুকাস বিজিয়া ও আনহেল দি মারিয়াকে বাদ রেখেছিলেন সাম্পাওলি। বিজিয়ার জায়গা নেন বাঁ উইংয়ে খেলা মার্কোস আকুনা।

জানা গেছে, হাভিয়ের মাসচেরানো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই থাকবেন। আর রাইট ব্যাক এদুয়ার্দো সালভিওকে নেওয়া হবে উইং ব্যাকের জায়গায়।

সংবাদ সম্মেলনে পরিবর্তনের কথা স্বীকার করেছেন মেরকাদো, ‘হ্যাঁ, আমরা ভিন্ন উপায়ে চেষ্টা করেছি। প্রত্যেক ম্যাচ চায় ভিন্ন কিছু। যদি পাঁচ জনের লাইন হয় তাহলে একরকম, আবার চার জনের হলে অন্যরকম। আমরা কীভাবে খেলব, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের হাতে আরও কয়েক দিন সময় আছে।’

ধারণা করা হচ্ছে, দি মারিয়ার জায়গা নিয়ে নিতে পারেন ক্রিস্তিয়ান পাভোন। আইসল্যান্ডের বিপক্ষে বদলি নেমে ২০ মিনিটে সাম্পাওলিকে মুগ্ধ করেছেন তিনি। বোকা জুনিয়র্সের ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছেন, ‘আমি মনে করি, প্রত্যেক পজিশনে নজর দিচ্ছেন হোর্হে। দেখা যাক কী ঘটে, ওই দিন কী সিদ্ধান্ত নেওয়া হয়! আমি আত্মবিশ্বাসী। সৌভাগ্যবশত সবকিছু আমার জন্য ভালো যাচ্ছে। কিন্তু আমি জানি না প্রথম একাদশে থাকতে পারব কিনা।’

২০১৪ সালের বিশ্বকাপে রানার্সআপ দলে ছিলেন রোহো, বিজিয়া ও দি মারিয়া। দুই কোপা আমেরিকার ফাইনাল দলেও ছিলেন তারা। আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর ১২ ম্যাচে একই দলের পুনরাবৃত্তি না করা সাম্পাওলির পরের চ্যালেঞ্জে সবচেয়ে বেশি শঙ্কায় এই তিনজন।

আগামী বৃহস্পতিবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়াকে মোকাবিলা করবে আর্জেন্টিনা। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!