X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এক টেস্ট নিষিদ্ধ চান্ডিমাল

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৮, ০১:৩০আপডেট : ২০ জুন ২০১৮, ০১:৩৩

বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ চান্ডিমাল দ্বিতীয় টেস্টে বলের অবস্থা পাল্টানোয় দোষী সাব্যস্ত হওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। এতে আগামী শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি।

শ্রীলঙ্কার জন্য আরও খারাপ খবর অপেক্ষা করছে। বল বিকৃতির অভিযোগ ওঠার পর তৃতীয় দিন সকালে মাঠে নামতে অস্বীকৃতি জানায় দলটি। প্রায় দুই ঘণ্টা পর মাঠে নেমেছিল তারা। এ কারণে চান্ডিমাল সহ কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার আসানকা গুনারত্নে দুই থেকে চার টেস্টে নিষিদ্ধ হতে পারেন।

সদ্য শেষ হওয়া দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার একটি ভিডিও বিশ্লেষণের পর চান্ডিমালের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। লঙ্কান অধিনায়ককে তার প্যান্টের বাম পকেট থেকে মিষ্টিজাতীয় কিছু বের করে মুখে দিতে দেখা যায়। কয়েক সেকেন্ড পরই বলে তার লালা ঘষতে দেখা গেছে।

শুরুতে চান্ডিমাল অপরাধ স্বীকার করেননি। তবে ম্যাচ শেষে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের শুনানিতে উপস্থিত হয়ে ভিডিও দেখার পর তার স্বীকারোক্তি পাওয়া যায়। আইসিসির বিজ্ঞপ্তি জানায়, কিন্তু বলে কী লাগিয়েছেন সেটা মনে করতে পারেননি জানান চান্ডিমাল।

শুনানি শেষে চান্ডিমালকে সর্বোচ্চ শাস্তি হিসেবে দুটি সাসপেনশন পয়েন্ট ও ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়। তৃতীয় ও শেষ টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে রঙ্গনা হেরাথের নাম শোনা যাচ্ছে। তাছাড়া সহ অধিনায়ক সুরাঙ্গা লাকমলও আছেন এই দৌড়ে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ