X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সৌদি আরবকে হারালেই নিশ্চিন্ত উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৮, ১৪:৪৮আপডেট : ২০ জুন ২০১৮, ১৬:৫৩

 

অনুশীলনে উরুগুয়ে। ছবি-রয়টার্স। উদ্বোধনী ম্যাচে উরুগুয়েকে রুখে রাখার পরিকল্পনা ছিল মিশরের। এক পর্যায়ে সফলও হয়েছিল। শেষ মুহূর্তের গোলে চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়ে উরুগুয়ে। ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে অস্কার তাবারেসের শিষ্যরা। এবার শেষ ষোলোর লক্ষ্য নিয়ে বুধবার রাত ৯টায় সৌদি আরবের মুখোমুখি হবে উরুগুয়ে। সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা, সনি টেন টু ও টেন থ্রি চ্যানেল।

আগের ম্যাচের তুলনায় ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামবে উরুগুয়ে। তাবারেস রণ কৌশলে বেশি বয়সীদের প্রাধান্য দিচ্ছেন। অবশ্য সৌদি আরব আগের ম্যাচে রক্ষণশীল ফরমেশনে খেলেও রাশিয়াকে রুখতে পারেনি। উল্টো ভেসে গেছে গোল বন্যায়। এমন রণ কৌশল নিয়ে তাবারেস অবশ্য ব্যাখ্যা দিয়েছেন, `তারুণ্য বা অভিজ্ঞতা বলে কিছু নেই। মোদ্দা কথা হলো খেলার জন্যে দলে তাদের প্রয়োজন। আর আমার কাছে এই দলটাই সেরা যেটা খাপ খায়।’

গত ম্যাচে গোলের দেখা পাননি সুয়ারেস। হ্যাটট্রিক সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি একটিও। সুয়ারেস এমন অবস্থাতে পাশে পাচ্ছেন কোচকে, ‘পেলে, ম্যারাডোনা মেসি সবাই বিশ্বকাপে বাজে পারফর্ম করেছে। কারণ মানুষ রোবোটের মতো প্রোগ্রাম করা কিছু না। আমাদের ধৈর্য্য ধরতে হবে।’

দুই দলের প্রীতি ম্যাচে অবশ্য আশা জাগানিয়া অবস্থায় নেই উরুগুয়ে। দুটি প্রীতি ম্যাচের একটিতে ২০০২ সালে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দেওয়ার কৃতিত্ব আছে সৌদির আরবের। ২০১৪ সালে দুই দলের ম্যাচ শেষ হয়েছিল ড্রয়ে। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পাল্টা হানা দেওয়ার চেষ্টা করবে সৌদি আরবও। সেক্ষেত্রে প্রেরণা যোগাতে পারে এই পরিসংখ্যান। আর তিন পয়েন্ট আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় আজ জিতলেই ৬ পয়েন্ট উরুগুয়ের। শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে তাদের। ‘এ’ গ্রুপে রাশিয়ারও আছে সমান ৬ পয়েন্ট। 

 

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!