X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সন্ধ্যায় গণভবনে এশিয়া কাপজয়ী মেয়েদের সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৮, ১৭:৪৪আপডেট : ২০ জুন ২০১৮, ২০:২২

 

এশিয়া কাপ জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল

ভারতকে গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপের শিরোপা জেতা বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পূর্ব নির্ধারিত ছিল না এমন সিদ্ধান্ত। ঘোষণাটি এসেছে আচমকা। তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। এ ব্যাপারে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘মেয়েরা ইতোমধ্যে রওনা হয়ে গেছে। চট্টগ্রামের ক্যাম্প থেকে ফিরে বিমানবন্দরে নেমে সোজা প্রধানমন্ত্রীর বাসভবনে যাবে তারা। ওখানে সন্ধ্যা ৭টায় তাদের সংবর্ধনা দেওয়া হবে।’

মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে অংশ নিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে মেয়েরা। আর প্রথমবারেই করে ফেলেছে বাজিমাত। সেরাটা দিয়ে এশিয়ার সেরা দল হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে গেছে নিজেদের। এমন সাফল্যের পর বিসিবি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রত্যেক ক্রিকেটারকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেয়ার ঘোষণা দেয়।

ওই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সরকারের পক্ষ থেকেও পুরস্কারের আশ্বাস দিয়েছিলেন। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বাসায় এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ওখানেই প্রধানমন্ত্রী সালমাদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দেবেন।

প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের কথা শুনে আবেগে আপ্লুত ওয়ানডে অধিনায়ক রুমানা জানান, ‘আমরা জানতাম প্রধানমন্ত্রী আমাদের পুরস্কৃত করবেন। উনি সব সময় ক্রীড়াবিদদের দিকে নজর রাখেন। উনি যে পুরস্কার দিন না কেন, এগুলো আমাদের সামনে ভালো খেলতে অনুপ্রাণিত করবে।’

হুট করে ঘোষণা আসার কারণে দুদিন ক্যাম্প করেই ঢাকায় ফিরতে হচ্ছে মেয়েদের। সংবর্ধনা শেষে চট্টগ্রামে ফিরবেন না তারা। বাকি কয়দিন মিরপুরে অনুশীলন করবেন। আগামী ২৪ জুন আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন রুমানা-সালমারা। মঙ্গলবার থেকে চট্টগ্রামে পাঁচদিনের ক্যাম্পে অংশ নিয়েছিলেন তারা। ক্যাম্প শেষে ঢাকায় ফেরার কথা ছিল ২৩ জুন।

আয়ারল্যান্ডে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ২০ ওভারের এই ম্যাচগুলো মূলত বিশ্বকাপ বাছাই পর্বের আগে মেয়েদের অনুশীলনের মঞ্চ। আগামী ৭ থেকে ১৪ জুলাই অনুষ্ঠেয় বাছাই পর্বের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাপুয়া নিউগিনি, আরব আমিরাত এবং স্বাগতিক নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপের চার দল আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, উগান্ডা ও থাইল্যান্ড। বাছাই পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে।

/আরআই/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!